লেটেস্ট ফোনে 10 হাজার টাকার বেশি ছাড়! Galaxy Z Flip 5, Fold 5 প্রি-বুকিংয়ে অফার দিচ্ছে Samsung

Update: 2023-08-16 10:13 GMT

মাত্র কয়েক দিন আগেই নিজের ফোল্ডেবল স্মার্টফোন সিরিজের উপর থেকে পর্দা সরিয়েছে Samsung। ইতিমধ্যেই সংস্থার Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 ডিভাইসদুটির প্রি-বুকিংও শুরু হয়েছে। শুধু তাই নয়, লঞ্চ ইভেন্টেই দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় সংস্থা জানিয়েছে যে ভারতে খুব তাড়াতাড়ি ফোল্ডেবল ফোনদুটি আগ্রহী ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়া হবে – এর জন্য আগামীকাল অর্থাৎ ১৮ই আগস্ট দিনটিকে Galaxy Z Flip 5 ও Fold 5-এর ফার্স্ট সেলের দিন সেট করা হয়েছে। সোজা কথায় বললে, পূর্ব নির্ধারিত সময় মেনে কাল এগুলি এদেশে প্রথমবারের মতো বিক্রি হবে। সাধারণত লঞ্চের পরপরই ব্র্যান্ড নিউ মডেল কিনতে গেলে খরচ অনেকটা বেশি পড়ে, তবে এক্ষেত্রেও চমক রাখছে Samsung। আসলে বিশ্বের এক নম্বর এই স্মার্টফোন ব্র্যান্ডটি Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5-এর পাশাপাশি নতুন Galaxy Tab S9 সিরিজের জন্য একটি বিশেষ লাইভ কমার্স ইভেন্টের আয়োজন করেছে। ফলত Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট মানে Samsung.com থেকে এখন এই ডিভাইসগুলি প্রি-বুক করলে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস ইত্যাদি কিছু অতিরিক্ত বেনিফিট পাওয়া যাবে। আসুন, Samsung প্রদত্ত অফারগুলি এক নজরে দেখে নিই।

নতুন ডিভাইস কেনার ক্ষেত্রে এইসব অফার দিচ্ছে Samsung

এক্ষেত্রে স্যামসাং তার বিশেষ ইভেন্টের দরুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এবং জেড ফোল্ড ৫ ফোনের কাস্টমারদের ৮,০০০ টাকার ক্যাশব্যাক দেবে। আবার জেড ফ্লিপ ৫ মডেলটি যারা আগেভাগে বুক করবেন, তারা প্রি-বুকিং অফার হিসেবে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। একই সময়ে, গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে, যদিও এর ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে সর্বোচ্চ ১০,০০০ টাকার সুবিধা। উপরন্তু, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলের সাথে ৪,১৯৯ টাকা মূল্যের একটি সিলিকন কেস রিং কভার এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর সাথে ৬,২৯৯ টাকা মূল্যের একটি স্ট্যান্ডিং ফোন কেস ফ্রি মিলবে।

যারা ট্যাবলেট কিনতে আগ্রহী, তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে গ্যালাক্সি ট্যাব এস৯ মডেল প্রি-বুক করলে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর সাথে ৮,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। এছাড়া প্রি-বুকিং প্রোগ্রামে অংশগ্রহণকারী গ্রাহকরা কীবোর্ড কভারে ৫০ শতাংশ ছাড় পাবেন।

Samsung Galaxy Z Flip 5, Galaxy Z Fold 5 এবং Galaxy Tab S9-এর মূল্য

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেলটি দুটি স্টোরেজ বিকল্পে এসেছে, এক্ষেত্রে এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য ৯৯,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট কিনতে ১,০৯,৯৯৯ টাকা খরচ হবে। আবার গ্যালাক্সি জেড ফোল্ড ৫ ফোনটি ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে; এই তিনটি স্টোরেজ সংস্করণের দাম পড়বে যথাক্রমে ১,৫৪,৯৯৯ টাকা, ১,৬৪,৯৯৯ টাকা এবং ১,৮৪,৯৯৯ টাকা। গ্যালাক্সি ট্যাব এস৯-এর কথা বললে, এর ওয়াই-ফাই সংস্করণটি ৮৩,৯৯৯ টাকায় কেনা যাবে এবং ৫জি (5G) মডেলটির প্রারম্ভিক দাম পড়বে ৯৬,৯৯৯ টাকা।

Tags:    

Similar News