Samsung-এর বছর শেষের ধামাকা! MRP থেকে অনেক কমে মিলছে ব্র্যান্ডের এই দুটি 5G ফোন
ইন্ডিয়ান মোবাইল মার্কেটে Samsung Galaxy F সিরিজ এবং M সিরিজের 5G স্মার্টফোনগুলি অত্যন্ত জনপ্রিয় – কম বাজেটে দুর্ধর্ষ ফিচার পেতে প্রচুর মানুষ এই দুটি সিরিজের হ্যান্ডসেট কিনে থাকেন। সেক্ষেত্রে বছর শেষের আগে আপনিও যদি কোম্পানির এই ফোনগুলি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখানে আপনার জন্য রয়েছে দারুণ অফারের হদিশ। আসলে ফেস্টিভ সেলের পর্ব এই বছরের শেষ হলেও এখনও বিভিন্ন জায়গায় ফোন কেনার ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যেমন বর্তমানে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের Samsung Galaxy F54 5G এবং Galaxy M34 5G স্মার্টফোনদুটি MRP-র থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। আপনি দুর্দান্ত ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিল কাজে লাগিয়ে সহজেই এই স্মার্টফোনগুলি কিনে ইচ্ছেপূরণ করতে পারবেন। আর একবার কিনলে এই Samsung Galaxy F ও M সিরিজের দুটি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা এবং ৬,০০০ এমএইচ ব্যাটারির মতো সুবিধা পাবেন। আসুন, এখন Samsung Galaxy F54 5G এবং Galaxy M34 5G-তে উপলব্ধ অফার এবং এদের স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে দেখে নিই।
Samsung Galaxy F54 5G ও Galaxy M34 5G-র দাম, অফার
স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনের ৮ জিবিও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি এমনিতে ৩৫,৯৯৯ টাকা। কিন্তু সংস্থার অফারে এটি ১১,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ফোনটি কেনার জন্য এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে, আপনি আরও ২,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন। আবার পেটিএম (Paytm)-এর মাধ্যমে পেমেন্ট করলে মিলবে হাজার টাকার ক্যাশব্যাক। এতে বাম্পার এক্সচেঞ্জ ডিলও কাজে লাগানো যাবে।
'এম' সিরিজের স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম ভার্সনের এমআরপি ২৫,৯৯৯ টাকা। তবে অফারে আপনি এটি ৪ হাজার টাকা ছাড়ে ২১,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে ২ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন, যার জন্য আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে আপনার কাছে স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক (Samsung Axis Bank) কার্ড থাকলে, আপনি ১০% ক্যাশব্যাকও পাবেন। এছাড়া পেটিএম অফারে কোম্পানি হাজার টাকার ক্যাশব্যাক দিচ্ছে।
Samsung Galaxy F54 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড+ (sAMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর এক্সিনস ১৩৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি অফার করবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য এটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
Samsung Galaxy M34 5G-এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনেও কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ সুপার-অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে এক্সিনস ১২৮০ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র্যাম থাকবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য মিলবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।