বছর শেষের আগেই Samsung Galaxy Note 20, Galaxy S20, S21 সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

By :  SUPARNA
Update: 2022-11-08 12:09 GMT

Samsung তাদের Galaxy S20, Galaxy S20+, Galaxy S20 Ultra, Galaxy Note 20, Galaxy Note 20 Ultra, Galaxy S21, Galaxy S21+ এবং Galaxy S21 Ultra হ্যান্ডসেটের জন্য লেটেস্ট Android 13 ওএস ভিত্তিক আপডেট রোলআউট করল। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থাটি কয়েক সপ্তাহ আগে 'স্যামসাং ডেভেলপার কনফারেন্স ২০২২' ওরফে SDC চলাকালীন আনুষ্ঠানিকভাবে Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক One UI 5 কাস্টম স্কিন উন্মোচন করেছিল। আর এখন এই কাস্টম ইউজার ইন্টারফেসকে এক্সিনস ২২০০ (Exynos 2200) চিপসেট চলতি বেশ কয়েকটি প্রিমিয়াম মডেলের জন্য রিলিজ করার কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে Samsung। যদিও, সংস্থার দুটি লেটেস্ট ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ডিভাইস - Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 ব্যবহারকারীদের স্টেবল One UI 5 রম ভার্সনের অভিজ্ঞতা লাভের জন্য হয়তো আরও বেশ কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

PhoneArena প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, স্যামসাং বর্তমানে গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি এস২০+, গ্যালাক্সি এস২০ আল্ট্রা, গ্যালাক্সি নোট ২০, গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা, গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১+, এবং গ্যালাক্সি এস২১ স্মার্টফোনের জন্য সদ্য লঞ্চ হওয়া অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) কাস্টম ইউজার ইন্টারফেস রোল আউট করেছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে স্যামসাং, এক্সিনস ২২০০ প্রসেসর সহ আসা গ্যালাক্সি এস২২ (Galaxy S22), গ্যালাক্সি এস২২+ (Galaxy S22+) এবং গ্যালাক্সি এস২২ আল্ট্রা (Galaxy S22 Ultra) ফোনের জন্য এই নতুন ওএস এর স্টেবল আপডেট নিয়ে এসেছিল।

স্যামসাং, ওয়ান ইউআই ৫ কাস্টম রম চালিত গ্যালাক্সি স্মার্টফোনগুলির জন্য একটি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপও লঞ্চ করেছে। এই অ্যাপকে গ্যালাক্সি স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং এটিকে পার্সোনালাইজেশন অ্যাপে থাকা স্যামসাংয়ের গুড লক স্যুটের অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে।

এই নতুন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, ব্যবহারকারীদের অটো এইচডিআর (Auto HDR) ফিচার এনাবল বা ডিজেবল করার বিকল্প দেয়। এটি সফটেন পিকচার ফিচারের সাথে সজ্জিত হয়ে এসেছে, যা শার্প বা তীক্ষ্ণ এজ এবং টেক্সচারকে মসৃণ করতে সক্ষম। এছাড়া, জুম, লাইট এবং সাবজেক্ট ডিস্টেন্সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে উপযুক্ত ক্যামেরা লেন্স বাছাই করার জন্যও অ্যাপটিকে প্রোগ্রাম করা হয়েছে।

উপরন্তু, এই অ্যাপ ব্যবহারকারীদের শাটার বাটন হোল্ড বা ধরে রেখে ফটো মোডে ভিডিও রেকর্ড করার অনুমতি দেবে। আবার, টাইমার অপশন অন করার পরে ক্যামেরায় ক্যাপচার করা ফ্রেমের সংখ্যা নির্বাচন করার বিকল্পও রয়েছে এতে। সর্বোপরি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট অ্যাপকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দুই মিনিট বা তার বেশি সময়ের জন্য এটিকে ব্যবহার না করা হলে স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা বন্ধ হয়ে যাবে।

Tags:    

Similar News