পিকচার আভি বাকি হ্যায়! 15 সেপ্টেম্বর নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনছে Samsung
স্যামসাং গত জুলাই মাসে তাদের Z-সিরিজের লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করেছে। তবে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে স্যামসাং Z Fold এবং Z Flip-এর পাশাপাশি ফোল্ডেবল সেগমেন্টে আরও কয়েকটি নতুন ডিভাইস যুক্ত করার পরিকল্পনা করছে এবং এগুলি সম্ভবত কোম্পানির নতুন W সিরিজের অংশ হবে। গত জুন মাসে Samsung W24 এবং W24 Flip-কে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে দেখা গেছে। আগে অনুমান করা হয়েছিল যে, এই স্মার্টফোনগুলি অক্টোবরে লঞ্চ হবে। তবে, এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, আগামী ১৫ সেপ্টেম্বর Samsung W সিরিজের লঞ্চ কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Samsung W24 এবং W24 Flip শীঘ্রই আসছে চীনা বাজারে
চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট, ওয়েইবো-তে একটি পোস্ট করে স্যামসাং গ্যালাক্সি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, স্যামসাং ডব্লিউ সিরিজটি আগামী ১৫ সেপ্টেম্বর উন্মোচন করা হবে। জানিয়ে রাখি, স্যামসাং ডাব্লিউ২৪ এবং ডাব্লিউ২৪ ফ্লিপ নামের ডিভাইস দুটি যথাক্রমে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং জেড ফ্লিপ ৫-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। তাই এই ডাব্লিউ সিরিজের ফোনগুলিতে সম্ভবত জেড ফোল্ড ৫ এবং জেড ফ্লিপ ৫-এর মতোই স্পেসিফিকেশন থাকবে।
শক্তিশালী স্পেসিফিকেশন ছাড়াও, ডাব্লিউ-সিরিজটিতে প্রিমিয়াম ডিজাইন দেখা বলে আশা করা হচ্ছে। এও শোনা যাচ্ছে যে, স্যামসাং চায়না টেলিকম (China Telecom)-এর সাথে জুটি বেঁধে এই লাইনআপের ডিভাইসগুলি বিক্রি করে পাওয়া লভ্যাংশ দাতব্য কাজে ব্যবহার করবে। স্যামসাং ডাব্লিউ২৪ কি অফার করতে পারে, তার ধারণা পেতে আসুন সম্প্রতি লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড ৫-এর স্পেসিফিকেশনগুলি পর্যবেক্ষণ করে দেখা যাক।
Samsung Galaxy Z Fold 5-এর স্পেসিফিকেশন
Samsung Galaxy Z Fold 5-এ ৭.৬ ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১,৮১২ x ২,১৭৬ পিক্সেল। ডিভাইসটি ১২ জিবি র্যাম সহ Snapdragon 8 Gen 2 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এই স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে পাওয়া যায় - ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
ফটোগ্রাফির জন্য, Galaxy Fold 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড ক্যামেরা, একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ইনার ডিসপ্লেতে একটি ৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং কভার ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Fold 5-এ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।