5 বছর পর্যন্ত আপডেটের প্রতিশ্রুতি, অসাধারণ ডিসপ্লে ও Leica ক্যামেরা নিয়ে লঞ্চ হল Sharp Aquos R8 সিরিজ
স্মার্টফোন নির্মাতা শার্প (Sharp) তাদের হোম মার্কেট জাপানে স্মার্টফোন বিক্রি অব্যাহত রেখেছে। প্রতি মে মাসে, ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ Aquos R সিরিজের হ্যান্ডসেট বাজারে উন্মোচন করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। কোম্পানিটি আজ (৯ মে) লেটেস্ট Sharp Aquos R8 সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। তবে এই প্রথম, ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের একটি ‘Pro’ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। সদ্য উন্মোচিত Sharp Aquos R8 Pro মডেলটি গতবছরের Sharp Aquos R7-এর সত্যিকারের উত্তরসূরি হিসেবে এসেছে। আর স্ট্যান্ডার্ড মডেলটি এর একটি টোন-ডাউন সংস্করণ।
জানিয়ে রাখি, পূর্বসূরির মতোই, শার্পের নতুন প্রিমিয়াম ফোনগুলির প্রধান হাইলাইটগুলি হল তাদের ডিসপ্লে এবং ক্যামেরা৷ প্রসঙ্গত, শার্প হল শাওমি (Xiaomi) ছাড়া একমাত্র পরিচিত অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM), যারা তাদের হ্যান্ডসেটে লাইকা (Leica)-টিউনড ক্যামেরা ব্যবহার করে। আসুন তাহলে Sharp Aquos R8 সিরিজের ডিভাইসগুলির স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Sharp Aquos R8 এবং Sharp Aquos R8 Pro-এর স্পেসিফিকেশন
শার্প অ্যাকোস আর৮ সিরিজের হ্যান্ডসেটগুলিতে ১ হার্টজ-২৪০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ১০-বিট প্রো আইজিজেডও ওলেড (IGZO OLED) ডিসপ্লে রয়েছে এবং এগুলি ডলবি ভিশন কন্টেন্ট সাপোর্ট করে। আর৮ Pro-এর প্যানেলটি ৬.৬ ইঞ্চির, যা ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং ডাব্লিউইউএক্সজিএ+ (২,৭৩০ x ১,২৬০ পিক্সেল) রেজোলিউশন প্রদান করে। অন্যদিকে, রেগুলার অ্যাকোস আর৮-এ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ (২,৩৪০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ১,৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।
ডিভাইসগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। উভয় মডেলই মাইক্রোএসডি কার্ড সাপোর্ট সহ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। কিন্তু প্রো মডেলে ১২ জিবি র্যাম থাকলেও, স্ট্যান্ডার্ড মডেলে ৮ জিবি র্যাম বর্তমান।
ফটোগ্রাফির জন্য, শার্প অ্যাকোস আর৮ প্রো-এ সামিক্রন (Summicron) লেন্স সহ ৪৭.২ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা উপস্থিত রয়েছে। আর অ্যাকোস আর৮-এ হেক্টর লেন্স সহ ৫০.৩ মেগাপিক্সেলের ১/১.৫৫ ইঞ্চির প্রধান ক্যামেরা বর্তমান। এটা লক্ষণীয় যে, শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেলটিতে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে, যেখানে প্রো মডেলে একটি ১৪ সিএইচ স্পেকট্রাল সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, শার্প অ্যাকোস আর৮-এ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর অ্যাকোস আর৮ প্রো-এ ১২.৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে।
এছাড়া, Sharp Aquos R8 সিরিজের ফোনগুলিতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকা সত্ত্বেও, ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য এই পি৬৮ (IP68) রেটিং বর্তমান। এগুলি ডলবি অ্যাটমস-সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (প্রো মডেলে আল্ট্রাসনিক সেন্সর রয়েছে) অফার করে।
Sharp Aquos R8 এবং Sharp Aquos R8 Pro মডেলগুলি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। শার্প ফোনগুলিতে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেয়। পাওয়ার ব্যাকআপের জন্য, Aquos R8 এবং Aquos R8 Pro-এ যথাক্রমে ৪,৫৭০ এমএএইচ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এগুলি ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। শার্প এখনও Aquos R8 সিরিজের ডিভাইসগুলির দাম প্রকাশ করেনি। তবে নিশ্চিত করা হয়েছে যে জুলাই মাসে এগুলি কেনার জন্য উপলব্ধ হবে।