TCL FFALCON আনলো দুর্দান্ত ফিচারের প্রথম ফোন Thunderbird FF1, রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি

By :  SUPARNA
Update: 2021-08-28 12:37 GMT

TCL-এর সাব-ব্র্যান্ড FFALCON তাদের প্রথম স্মার্টফোন, Thunderbird FF1 লঞ্চ করল। স্মার্টফোন নির্মাতা সংস্থা, Huawei এর সাথে হাত মিলিয়ে এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটকে আনা হয়েছে। FFALCON-র এই স্মার্টফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৬.৬৭ ইঞ্চির হাই-রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে প্যানেল, ৬০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৪,৩০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি। আসুন FFALCON Thunderbird FF1 ফোনের দাম এবং স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

FFALCON Thunderbird FF1 দাম

FFALCON Thunderbird FF1 স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে, ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৩০০ টাকা) এবং ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩১,৭০০ টাকা) ধার্য করা হয়েছে। ফোনটি কবে অন্যান্য মার্কেটে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।

FFALCON Thunderbird FF1 স্পেসিফিকেশন

FFALCON Thunderbird FF1 স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার, ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের ভিতরে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক সাইডে থাকা বর্গাকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হলো, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৭), ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ অ্যাসিস্ট লেন্স।

FFALCON Thunderbird FF1 ফোনে ডাইমেনসিটি ৮০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে রয়েছে ৫জি/৪জি, ওয়াই-ফাই ৮০২.১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। FFALCON Thunderbird FF1 ফোনে ৬৬ ওয়াট র‍্যাপিড চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News