Tecno Camon 30 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 70W চার্জিং

Update: 2024-04-04 10:44 GMT

গত ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) ইভেন্টে টেকনো তাদের ক্যামেরা-কেন্দ্রিক Tecno Camon 30 লাইনআপটিকে প্রদর্শন করেছিল। এই সিরিজে তিনটি মডেল রয়েছে - স্ট্যান্ডার্ড Tecno Camon 30, Camon 30 5G এবং Camon 30 Pro 5G। ব্র্যান্ডটি আজ অবশেষে Camon 30 সিরিজের ফোনগুলির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্য জানিয়ে লঞ্চের ঘোষণা করেছে। এই স্মার্টফোনগুলিতে ফুলএইচডি+ রেজোলিউশন সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই টেকনো হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে HiOS 14 কাস্টম স্কিনে রান করে।

Tecno Camon 30 সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচার

টেকনো ক্যামন 30 (4G) এবং টেকনো ক্যামন 30 5G 6.78 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে, টেকনো ক্যামন 30 প্রো 5G-তেও একই 6.78 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা উচ্চতর 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই হ্যান্ডসেটগুলি ভিন্ন প্রসেসরের সাথে এসেছে। 4G কানেক্টিভিটি যুক্ত স্ট্যান্ডার্ড মডেলটি মিডিয়াটেক হেলিও জি99 আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত, যার সাথে মালি জি57 জিপিইউ যুক্ত রয়েছে। আর টেকনো ক্যামন 30 5G মডেলটিতে আইএমজি বিএক্সএম8 জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 চিপসেট রয়েছে এবং প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা গ্রাফিক্সের জন্য মালি জি610 জিপিইউ-এর সাথে যুক্ত। তিনটি ফোনই অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম ভিত্তিক হাইওএস 14 কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, টেকনো ক্যামন 30 এবং টেকনো ক্যামন 30 5G - উভয় মডেলেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ লেন্স, লাইট সেন্সর এবং ডুয়েল ফ্ল্যাশ দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। অন্যদিকে, টেকনো ক্যামন 30 প্রো 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ওআইএস সহ 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স890 ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ডুয়েল ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, টেকনো ক্যামন 30 সিরিজের তিনটি ফোনের সামনেই ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 30 সিরিজে 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, ফোনগুলিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে। পরিশেষে উন্নততর অডিও এক্সপেরিয়েন্সের জন্য, Tecno Camon 30 লাইনআপে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সহ স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে।

Tecno Camon 30 সিরিজের মূল্য এবং লভ্যতা

Tecno Camon 30 সিরিজটি নাইজেরিয়ার মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। কোম্পানি ধীরে ধীরে ভারত সহ আরও 70টিরও বেশি দেশে রিলিজের পরিকল্পনা করেছে। তবে এগুলি কবে অন্যান্য মার্কেটে লঞ্চ করা হবে সেসম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি টেকনো। Tecno Camon 30 সিরিজের ফোনগুলির দাম হল -

Tecno Camon 30 - 321,500 নাইজেরিয়ান নাইরা (প্রায় 20,300 টাকা)।

Tecno Camon 30 5G - 452,000 নাইজেরিয়ান নাইরা (প্রায় 28,500 টাকা)।

Tecno Camon 30 Pro 5G - 538,000 নাইজেরিয়ান নাইরা (প্রায় 34,000 টাকা)।

উল্লেখ্য, Tecno Camon 30 সিরিজ শীঘ্রই ভারতের বাজারেও আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ব্র্যান্ডটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Camon 30 সিরিজটির ইন্ডিয়া লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।

Tags:    

Similar News