Tecno Pop 5X কোয়াড কোর প্রসেসর ও পিছনে তিনটি ক্যামেরা সহ ৭ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল

Update: 2022-01-27 06:06 GMT

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের পপ সিরিজের অধীনে নতুন এন্ট্রি লেভেল স্মার্টফোন, Tecno Pop 5X চুপিসারে মেক্সিকোর মার্কেটে লঞ্চ করল। এই ফোনটি আসলে চলতি মাসে ভারতে লঞ্চ হওয়া itel Vision 1 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন। প্রসঙ্গত, টেকনো ও আইটেল এই দুটি ব্র্যান্ডই ইলেকট্রনিক সংস্থা ট্রানশন হোল্ডিংসের অধীনস্থ। নতুন Tecno Pop 5X স্মার্টফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, ২ জিবি র‍্যাম, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আসুন তাহলে এই ফোনের সকল স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

টেকনো পপ ৫এক্স স্পেসিফিকেশন (Tecno Pop 5X Specifications)

টেকনো পপ ৫এক্স ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ (১,৬০০ × ৭২০ পিক্সেল) ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪% ও অ্যাসপেক্ট রেশিও ২০.৫:৯। এরসাথে এই ফোনে দেওয়া হয়েছে ২.৫ডি কার্ভড গ্লাস।

পারফরম্যান্সের জন্য Tecno Pop 5X ফোনে একটি কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদিও এটির নাম টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট উল্লেখ করা নেই। তবে যেহেতু এটি itel Vision 1 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন, তাই বলা যায় এটি ইউএনআইএসওসি এসসি৯৮৩২সিই (UNISOC SC9832CE) চিপসেট হতে পারে। এই মডেলটি ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ মেক্সিকোর বাজারে এসেছে। ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশনে।

ফটোগ্রাফির জন্য, Tecno Pop 5X ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ও দুটি কিউভিজিএ সেন্সর (QVGA) সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপটি অফার করে এআই ফেস বিউটি, এইচডিআর, এআই স্টিকার, স্মাইল শট, এবং বোকেহ মোডের মত একাধিক ফিচার। এছাড়া ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য Tecno Pop 5X ফোনে উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক
ফিচার।

টেকনো পপ ৫এক্স দাম (Tecno Pop 5X Price)

টেকনোর অফিশিয়াল ওয়েবসাইটে টেকনো পপ ৫এক্স ফোনটির দাম উল্লেখ করা হয়নি। জানিয়ে রাখি, গত ১৬ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হওয়া itel Vision 1 Pro ফোনের দাম মাত্র ৬,৫৯৯ টাকা।

Tags:    

Similar News