Tecno Pop 6 Pro: ৮ হাজার টাকার কমে বড় ডিসপ্লে ও ডুয়েল ক্যামেরার ফোন লঞ্চ করল টেকনো
Tecno Pop 6 Pro বাংলাদেশে লঞ্চ হল। এটি গত জুনে আসা Tecno Pop 6 ফোনের উত্তরসূরী। নতুন এই ডিভাইসে আসছে বড় এইচডি প্লাস ডিসপ্লে এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে আছে কোয়াড কোর প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে। আসুন Tecno Pop 6 Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
টেকনো পপ ৬ প্রো দাম - Tecno Pop 6 Pro Price
টেকনো পপ ৬ প্রো এর দাম এখনও জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে ফোনটির মূল্য ৮,০০০ টাকার কম রাখা হবে। এটি ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। হ্যান্ডসেটটি পাওয়ার ব্ল্যাক ও পিসফুল ব্লু কালারে এসেছে। উল্লেখ্য, ভারতেও টেকনো পপ ৬ প্রো এর টিজার প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে ফোনটি শীঘ্রই এদেশেও লঞ্চ হবে।
টেকনো পপ ৬ প্রো স্পেসিফিকেশন ও ফিচার - Tecno Pop 6 Pro Specifications & Features
টেকনো পপ ৬ প্রো এসেছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬১২ পিক্সেল) টিয়ারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লের সাথে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ গো ভিত্তিক হাইওএস ৮.৬ কাস্টম স্কিনে রান করবে। আর এতে ব্যবহার করা হয়েছে নাম না জানা কোয়াড কোর প্রসেসর। ফোনটি ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Tecno Pop 6 Pro ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা রয়েছে। এগুলি হল ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Pop 6 Pro ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ৩.৫মিমি হেডফোন জ্যাক।