নোটিফিকেশন এলেই ফোনের পিছনে আলো জ্বলবে, Tecno Pova 5 সিরিজ ভারতে ইউনিক ফিচার সহ আসছে
Tecno খুব শীঘ্রই ভারতে বাজারে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Pova 5 লঞ্চ করতে চলেছে৷ Amazon India ইতিমধ্যেই আসন্ন সিরিজের একটি টিজার প্রকাশ করেছে। জানা গেছে আলোচ্য লাইনআপের অধীনে মোট দুটি মডেল আসবে, যথা - Tecno Pova 5 এবং Pova 5 Pro। আর টিজার থেকে সামনে এসেছে যে, ডিভাইসগুলির ব্যাক প্যানেলে LED লাইট স্ট্রিপ রয়েছে, যা প্রিমিয়াম লুক প্রদান করছে। এই LED লাইটিং প্রযুক্তি সম্ভবত নোটিফিকেশন ইন্ডিকেটর হিসাবে কাজ করবে।
পাশাপাশি, টিপস্টার ইশান আগরওয়াল (Ishan Aggarwal) -ও হালফিলে একটি হ্যান্ডস-অন টিজার ভিডিও রিলিজ করেছেন। যেখানে সিরিজটির এই LED লাইট ফিচারকে হাইলাইট করা হয়েছে। তবে সবথেকে মজার বিষয় হল, Tecno Pova 5 স্মার্টফোনের ডিজাইন আপকামিং Tecno Pova Neo 3 -এর সাথে প্রায় হুবহু মিলে যাচ্ছে।
জানিয়ে রাখি, ভারতে আসন্ন Tecno Pova 5 স্মার্টফোনকে ইতিমধ্যেই বিশ্বব্যাপী উন্মোচন করা হয়েছে। তাই আমাদের আশা, ডিভাইসটির ভারতীয় সংস্করণের ডিজাইন আলাদা হলেও, ফিচার গ্লোবাল ভ্যারিয়েন্টের অনুরূপ হবে। নিচে আলোচ্য হ্যান্ডসেটের ফিচার (গ্লোবাল ভার্সন) আলোচনা করা হল…
Tecno Pova 5 -এর স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট)
টেকনো পোভা ৫ স্মার্টফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টটি ৬.৭৮-ইঞ্চির IPS LCD ডিসপ্লে সহ এসেছে, যা ১০৮০×২৪৬০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিড-রেঞ্জের হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। উক্ত ডিভাইসে ৮ জিবি র্যাম উপলব্ধ। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য Tecno Pova 5 ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি ডেপ্থ লেন্স দেওয়া হয়েছে। আর ডিসপ্লের উপরিভাগে ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বিদ্যমান থাকছে।
Tecno Pova 5 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় তথা শক্তিশালী ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এক্ষেত্রে রিটেল বক্সে দেওয়া চার্জার ব্যবহার করে ডিভাইসটিকে মাত্র ২১ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব হবে। আর ফুল চার্জ করতে সময় লাগবে ৬০ মিনিট। প্রসঙ্গত Tecno Pova 5 মডেলটি ১০ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তিও সমর্থন করে, যার সাহায্যে ইউজাররা এই ফোন ব্যবহার করেই অন্যান্য ডিভাইস চার্জ করতে সক্ষম হবেন।