ডুয়েল ক্যামেরার সাথে 7000mAh ব্যাটারি, Tecno Pova Neo 3 চ্যাম্পিয়ন ফিচার সহ লঞ্চ হল
Tecno একপ্রকার চুপিচুপি পোভা সিরিজের নতুন ফোন হিসেবে Tecno Pova Neo 3 লঞ্চ করল। এটি Pova Neo 2 এর উত্তরসূরী হিসেবে এসেছে। এই ফোনে রয়েছে নতুন রিয়ার ডিজাইন, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Tecno Pova Neo 3 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
Tecno Pova Neo 3 এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো পোভা নিও ৩ ডিভাইসে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (১৬৪০ x ৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি, এই ডিসপ্লে ২০.৫:৯ এসপেক্ট রেশিও ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ও ৮ জিবি র্যাম। আর টেকনো পোভা নিও ৩ ডিভাইসটি ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড হাইওএস ১৩ কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য Tecno Pova Neo 3 হ্যান্ডসেটে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হয়েছে। Tecno Pova Neo 3 এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।
Tecno Pova Neo 3 এর দাম
টেকনো পোভা নিও ৩ এর দাম ও লভ্যতা এখনও ঘোষণা করা হয়নি। তবে জানিয়ে রাখি এটি টার্বো মেচা ডিজাইন ও তিনটি কালারে এসেছে- মেচা ব্ল্যাক, অ্যাম্বার গোল্ড ও হারিকেন ব্লু।