Tecno Spark 9 Pro Sports Edition: ফোনে বিএমডব্লিউ -র ডিজাইন, টেকনো স্পার্ক ঝড় তুলতে বাজারে এল

Update: 2022-10-18 05:01 GMT

ট্রানসন হোল্ডিংস (Transsion Holdings)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল (Tecno Mobile) এবছর জুনে মাসে তাদের Spark সিরিজে অন্তর্ভুক্ত Tecno Spark 9 Pro হ্যান্ডসেটটি বিশ্ববাজারের লঞ্চ করেছিল। এটি লঞ্চ হওয়ার পাঁচ মাস পর, কোম্পানিটি এখন Tecno Spark 9 Pro Sport Edition নামে একটি বিশেষ সংস্করণের মডেল বাজারে উন্মোচন করেছে। এতে বিএমডাব্লিউ (BMW)-এর বিলাসবহুল গাড়ি থেকে অনুপ্রাণিত দুর্দান্ত ডিজাইন রয়েছে। স্পেসিফিকেশনের ক্ষেত্রে, এটি এইচডি+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। চলুন Tecno Spark 9 Pro Sport Edition-এর মূল্য, ডিজাইন এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্টস এডিশন-এর মূল্য - Tecno Spark 9 Pro Sport Edition Price

টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্ট এডিশনটি মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা এবং আফ্রিকার মতো অঞ্চলের মূল বাজারে বিক্রির জন্য উপলব্ধ। নাইজেরিয়ার মার্কেটে এই বিশেষ সংস্করণের হ্যান্ডসেটটির একক ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৬,৮০০ নাইজেরিয়ান নাইরা (প্রায় ২২,০০০ টাকা)।

টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্টস এডিশন-এর ডিজাইন - Tecno Spark 9 Pro Sport Edition Design

নতুন টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্টস এডিশন বিএমডাব্লিউ গ্রুপ (BMW Group)-এর সহযোগী প্রতিষ্ঠান ডিজাইনওয়ার্কস (Designworks)-এর থেকে এর ডিজাইন শৈলীটি পেয়েছে, যা এতে বিশ্বমানের অটোমোবাইল ডিজাইনের সাথে একটি বিলাসবহুল স্পর্শ দিয়েছে। ডিজাইনটি একটি "আইসি ক্রিস্টাল ট্যালিসম্যান" দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এতে ব্যবহৃত সাদা রঙের বিশুদ্ধতা এবং আদিমতা সেইসব তরুণ গ্রাহকদের আকৃষ্ট করবে যারা উৎকৃষ্ট মানের জন্য তাদের পরিমার্জন এবং পছন্দ প্রকাশ করতে চান। আবার গাঢ় এবং উজ্জ্বল নীল মেটাভার্সের উপাদানগুলিকে প্রকাশ করে এবং ভবিষ্যতবাদও উপস্থাপন করে।

কোম্পানির মতে, ত্রিভুজাকার টেক্সচার ফোনটিকে একটি রেগুলার উচ্চ-ক্ষমতাসম্পন্ন হ্যান্ডসেট থেকে ফ্রন্টিয়ার লাক্সারি সেডানের সমতুল্য মোবাইল ফোনে রূপান্তরিত করেছে। ত্রিভুজ ব্যবহার করার জন্য স্পার্ক ৯ প্রো স্পোর্টস এডিশনটি পরিচয় এবং আত্মবিশ্বাসের অনুভূতি জাগাতে সক্ষম, যা একটি হাই-এন্ড গাড়ির মালিক হওয়ার সাথে আসে। এই ডিজাইনটি ঐতিহ্যগতভাবে স্থিতিশীলতা এবং শক্তির প্রতিনিধিত্ব করছে। এর পাশাপাশি, গতিশীল ত্রিভুজাকার ডিজাইন ফোনটিকে জীবন্ত করে তোলে এবং গতির অনুভূতি জাগায়, যা পরোক্ষভাবে এর অভ্যন্তরীণ কার্যকারিতা এবং পারফরম্যান্সের বিস্তৃত রেঞ্জকে প্রকাশ করে।

স্পার্ক ৯ প্রো স্পোর্ট এডিশনে সূক্ষ্ম ক্রিস্টাল ডায়মন্ড-কাট উপাদানগুলিও ব্যবহার করা হয়েছে, যা ঐশ্বর্যের ছোঁয়া খুঁজছেন এমন তরুণ গ্রাহকদের নজর কাড়বে। ফোনটির মসৃণ ফিনিশ, লাক্সারির একটি নমনীয় অনুভূতি তৈরি করে, যা প্রচলিত বিলাসবহুল হ্যান্ডসেটে হামেশাই দেখা যায় এমন জাঁকজমকের প্রকাশ্য প্রদর্শনের পরিবর্তে সূক্ষ্মভাবে তরুণ প্রজন্মের ঐশ্বর্যের প্রতি আকাঙ্ক্ষাকে প্রকাশ করে।

টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্টস এডিশন-এর স্পেসিফিকেশন - Tecno Spark 9 Pro Sport Edition Specifications

Tecno Spark 9 Pro Sport Edition-এ স্ট্যান্ডার্ড সংস্করণের মতো একই ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই হ্যান্ডসেটের স্টোরেজ সম্প্রসারণ করাও সম্ভব। Spark 9 Pro Sport Edition অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) ইউজার ইন্টারফেসে চলে।

ফটোগ্রাফির জন্য, এই প্রিমিয়াম মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Spark 9 Pro Sport Edition ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

Tags:    

Similar News