Smartphones: এক বা দুটি নয়, ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে এই 12টি ফোন, দেখে নিন কোনটি কিনবেন

আগামী ২৬-২৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ (MWC 2024) ইভেন্ট। এই বছর এই টেক শো -টি লাইভ হওয়ার আগেই বহু জনপ্রিয় ব্র্যান্ড তাদের লেটেস্ট হ্যান্ডসেট লঞ্চ করছে। যদিও কিছু ব্র্যান্ড ধারাবাহিকতা বজায় রেখে MWC 2024 চলাকালীনই তাদের নয়া হ্যান্ডসেটের উপর থেকে পর্দা সরাবে। রিপোর্ট অনুযায়ী, মোট ১২টি ব্র্যান্ড চলতি মাসে নতুন ফোনের ঘোষণা করতে চলেছে। এই তালিকায় সামিল আছে – Xiaomi, Huawei, Oppo, Vivo, Realme, iQOO, Nothing, HMD, Honor, Tecno, Infinix এবং Itel সংস্থা। আসন্ন প্রত্যেকটি মডেল বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে। যার মধ্যে কিছু প্রিমিয়াম বিভাগের অধীনে আসবে এবং বাকিগুলি মিড-রেঞ্জ অথবা বাজেট মডেল হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসন্ন স্মার্টফোনের তালিকা

১. Xiaomi 14 Ultra :

শাওমি ১৪ আল্ট্রা মডেলটি MWC 2024 ইভেন্ট বা তার আগেই মুক্তি পেতে পারে গ্লোবাল মার্কেটে। ফিচারের কথা বললে, এতে কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিটি থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল Sony LYT-900 প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি টেলিফটো শ্যুটার এবং একটি পেরিস্কোপ টেলিফটো স্ন্যাপার। এছাড়া এই ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৫,১৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। এটি একটি প্রিমিয়াম হ্যান্ডসেট হবে বলে আশা করা হচ্ছে।

২. Huawei Pocket S2 :

২৭শে ফেব্রুয়ারি, MWC 2024 ইভেন্টে হুয়াওয়ে পকেট এস২ স্মার্টফোন লঞ্চ হতে পারে। ডিভাইসটি হাইসিলিকন কিরিন ৯০০০এস প্রসেসর দ্বারা চালিত হবে। এটি হবে একটি ফোল্ডেবল স্মার্টফোন।

৩. Oppo F25 এবং Reno 11F :

ওপ্পো এফ২৫ মডেলটি ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হবে বলে জানা গেছে। এই একই হ্যান্ডসেট দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওপ্পো রেনো ১১এফ নামের সাথে মুক্তি পাবে। এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট এবং ৬৭ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এতে – ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড প্রাইমারি সেশনের + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি স্প্ল্যাশ প্রতিরোধের জন্য IP65-রেটেড হবে।

৪. Vivo V30 Series, V40 SE, এবং V40 Lite :

ভিভো ভি৩০ সিরিজ ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে। এই লাইনআপে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে, যথা – ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই সিরিজের অধীনে ভিভো ভি৪০ এসই বা ভি৪০ লাইট নামের আরেকটি মডেলও আসতে পারে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি – কার্ভড OLED ডিসপ্লে এবং ৮০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করবে। ভিভো ভি৪০ এসই (ভিভো ভি৩০ লাইট ফোনের সাক্সেসর ভার্সন হিসাবে আসবে) এবং ‘প্রো’ মডেলের ফিচার সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

৫. Realme 12 Series :

চলতি মাসে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে রিয়েলমি ১২ সিরিজ। সিরিজের অধীনে তিনটি মডেল আসবে, যথা – রিয়ালমি ১২, রিয়েলমি ১২ প্লাস, রিয়েলমি ১২ প্রো, রিয়েলমি ১২ প্রো প্লাস। ‘প্রো’ মডেলগুলি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বিদ্যমান ভ্যারিয়েন্টের অনুরূপ ফিচার অফার করবে। রিয়েলমি ১২ প্লাস ‘প্রো’ বিকল্পের সমান ডিজাইন অফার করলেও, তুলনায় কোন উন্নত ফিচার সহ লঞ্চ হবে। এক্ষেত্রে এতে – একটি নামহীন ২.৬ গিগাহার্টজ চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট (৫০ মেগাপিক্সেল ওয়াইড + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো), ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার এবং ৫,০০০এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। ভ্যানিলা মডেলের ফিচার সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।

৬. iQOO Neo 9 Pro :

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ আত্মপ্রকাশ করবে আইক নিও ৯ প্রো। যদিও এই ফোনের জন্য প্রি-বুকিংয়ের কার্যক্রম ৮ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে। হ্যান্ডসেটটি আইকো নিও ৭প্রো মডেলের সাক্সেসর ভার্সন হিসাবে আসবে। ফিচারের কথা বললে, এতে – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি OLED ডিসপ্লে, এবং ১২০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,১৬০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ৫০ মেগাপিক্সেল Sony IMX920 প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ইউনিট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে৷ এর দাম ৩০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

৭. Honor X9b :

আগামী ১৫ই ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে অনর এক্স৯বি৷ জানিয়ে রাখি, হ্যান্ডসেটটি ইতিমধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক বাজারে আত্মপ্রকাশ করেছে। তাই এর ফিচার আমাদের জানা। এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি সেন্সর এবং ৩৫ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।

৮. Nothing Phone 2a :

আসন্ন MWC 2024 ইভেন্টে অফিসিয়াল হতে চলেছে নাথিং ফোন ২। এটি হবে ব্র্যান্ডের প্রথম বাজেট-রেঞ্জ স্মার্টফোন। এই হ্যান্ডসেটে সম্ভবত – ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর এবং ৪৫ ওয়াট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি থাকবে। আবার ফোনের পেছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে, যাতে গ্লিফ এলইডি লাইট দ্বারা পরিবেষ্টিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অবস্থান করবে। এর দাম ৪০০ ইউরো (প্রায় ৩৫,৮০০ টাকা) ধার্য করা হতে পারে।

৯. HMD Smartphone :

নোকিয়ার মালিক ব্র্যান্ড এইচএমডি (হিউম্যান মোবাইল ডিভাইস) সম্প্রতি তাদের নিজস্ব ব্র্যান্ড নামের অধীনে স্মার্টফোন লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। আসন্ন ডিভাইসগুলির মধ্যে একটি মডেলের ঘোষণা MWC 2024 টেক শো-তে করা হতে পারে, যাতে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে।

১০. Tecno Pova 6 Series :

MWC 2024 ইভেন্ট লাইভ থাকাকালীন টেকনো পোভা ৬ সিরিজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। আসন্ন লাইনআপের হ্যান্ডসেটগুলি ডলবি অ্যাটমস সমর্থিত অডিও সিস্টেম, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল সহ আসবে। প্রত্যেকটি মডেল লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

১১. Infinix Note 40 Series :

এই সিরিজটিও আসন্ন MWC 2024 ইভেন্টে মুক্তি হবে। এই লাইনআপে – ইনফিনিক্স নোট ৪০ এবং নোট ৪০ প্রো অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। উভয়ই মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে। ফোনটির ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এতে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসের পিছনে ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে। ‘প্রো’ ভ্যারিয়েন্টে ৭০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং স্ট্যান্ডার্ড মডেলে ৪০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। উভয় হ্যান্ডসেটের সাথেই ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে।

  1. Itel Power Series :

আইটেল পাওয়ার সিরিজের অধীনে তিনটি মডেল আসবে। যার মধ্যে প্রথমটি অ্যান্ড্রয়েড গো এডিশন দ্বারা চালিত হবে। দ্বিতীয়তে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর তৃতীয় মডেল বিশেষ মেমরি ফিচারের সাথে আসবে।