Smartphones: বাড়ির খুদে পড়ুয়ার জন্য একদম পারফেক্ট, বাজেট রেঞ্জে কিনুন এই ফোনগুলি

Update: 2023-06-24 11:09 GMT

Smartphones for Students: আজকাল স্মার্টফোন আমাদের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে, শিশুরাও এর প্রভাব এড়াতে পারছেনা। বিনোদনের জন্য তো বটেই, তাছাড়াও অনলাইনে পড়াশোনা, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করা ইত্যাদি ক্ষেত্রেও কৈশোর এবং তরুণ প্রজন্মের ব্যাপক কাজে আসছে এই খুদে যন্ত্রটি। এমন পরিস্থিতিতে আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে এবং তার পড়াশোনার জন্য ইন্টারনেট-প্রযুক্তির প্রয়োজন মেটাতে আপনি একটি স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। আসলে বাড়ির বাচ্চাদের হাতে গাদা-গুচ্ছের ফিচারে ঠাসা দামী ফোন দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়; এতে করে তাদের আসক্তি বেড়ে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা Amazon India-য় বাজেট রেঞ্জে উপলব্ধ কিছু সেরা স্মার্টফোনের কথা বলব, যেগুলি আপনি বাড়ির বাচ্চাকে উপহার দিতে পারবেন।

বাড়ির খুদে পড়ুয়ার জন্য উপযোগী এই তিনটি স্মার্টফোন

১. Samsung Galaxy M04: এই স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়া এটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।

এই ফোনের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা হলেও এখন এটি ৭,২৯৯ টাকায় কেনা যাবে। সাথে পাবেন ৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং আরও অনেক স্কিমের সুবিধা।

২. Itel S23: বাজেট রেঞ্জের এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ আইপিএস ডিসপ্লে, ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

এই ফোন (৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট) কিনতে এখন ৮,৯৯৯ টাকা খরচ হবে, মিলবে ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। উল্লেখ্য, এই ফোনটির এমআরপি (MRP) ১০,৯৯৯ টাকা।

৩. Redmi 11 Prime 5G: এটিতে পাবেন ৬.৫৮ ইঞ্চি ৯০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ডিজাইন বেশ আকর্ষণীয় এবং এতে ৭টি ৫জি ব্যান্ড আছে।

এই ফোনটি ১৫,৯৯৯ টাকার পরিবর্তে ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া অ্যামাজন এতে ১২,১৫০ টাকার এক্সচেঞ্জ অফার দেবে।

Tags:    

Similar News