Apple থেকে Samsung সব ফোনই সস্তা, মাত্র 8999 টাকায় 5G হ্যান্ডসেট, দেখে নিন সেরা দশ ডিল

By :  techgup
Update: 2023-11-03 09:13 GMT

বর্তমানে অনেক মানুষই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পছন্দ করেন। কারণ এর ফলে মানুষের অনেকটাই সময় বেঁচে যায়। পাশাপাশি, বিভিন্ন অফার বা সেলের সময় কেনাকাটি করলে আকর্ষণীয় ডিল ও ডিসকাউন্টও পাওয়া যায়। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর আগে থেকেই Amazon নিয়ে এসেছিল Great Indian Festival Sale, যা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই সেল চলাকালীন OnePlus, Samsung, Realme, Xiaomi, Apple, iQOO এবং Motorola-র মতো বিভিন্ন ব্র্যান্ডের সেরা ফোনগুলি আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। এই প্রতিবেদনে আমরা আপনাকে আকর্ষণীয় ডিলের সাথে উপলব্ধ কিছু ফোনের বিষয়ে বলবো।

Apple iPhone 13

অ্যামাজন সেলে আইফোন ১৩ স্মার্টফোনটি ৪৮,৭৪৯ টাকায় কেনার সুযোগ দেওয়া হচ্ছে। এতে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Redmi 12 5G

রেডমির এই ডিভাইসটির এমআরপি ১৯,৯৯৯ টাকা হলেও, এটি এখন অ্যামাজন সেলে পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকায়। আর এটি বাজেট সেগমেন্টের সব থেকে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলির মধ্যে একটি।

Realme Narzo 60x 5G

ক্রেতারা এই সুযোগে রিয়েলমির এই স্মার্টফোনটি নিজের করে নিতে পারবেন মাত্র ১০,৯৯৯ টাকায়। আর এই ৫জি স্মার্টফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ব্যাটারি।

Redmi 12C

রেডমির এই ডিভাইসটিকে বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের একটি অন্যতম সেরা ফোন বললে কোন ভুল হবে না। কারণ, এতে আছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, একটি বড় ডিসপ্লে এবং একটি শক্তিশালী ব্যাটারি। আর ক্রেতাদের এটি কিনতে খরচ করতে হবে মাত্র ৬৭৯৯ টাকা।

Realme Narzo N53

একটি আরেকটি অন্যতম সেরা তথা জনপ্রিয় বাজেট ফোন হল রিয়েলমি নারজো এন ৫৩। এই স্মার্টফোনটি Amazon সেলে ৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এই ডিভাইসে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি উপস্থিত।

Oneplus 11R 5G

অ্যামাজন ফেস্টিভ্যাল সেলে এই ডিভাইসটির ধার্য মূল্য হল ৩৭,৭৪৯ টাকা। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালাকম ৮প্লাস জেন ১ প্রসেসর। এছাড়াও, দেওয়া হয়েছে বড় ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার, ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উপস্থিত।

Oneplus Note CE 3 Light 5G

আপনি যদি উন্নত মানের ক্যামেরা ফোন কিনতে চান তাহলে এই সেলে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ওয়ানপ্লাসের এই ফোনটি কিনতে পারবেন ১৮,৪৯৯ টাকায়। এতে আছে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ-এর ব্যাটারি।

Samsung Galaxy M34 5G

Samsung-এর M সিরিজের এই স্মার্টফোনটি এখন আপনি পেয়ে যাবেন ১৪,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে। যাতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেটআপও উপস্থিত।

Samsung Galaxy S23 FE

এই সেলে বিভিন্ন ছাড়ের পর এই ডিভাইসটি আপনি কিনতে পারবেন ৪৯,৯৯৯ টাকায়। আর ফিচারের কথা বললে এতে দেওয়া হয়েছে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। পাশাপাশি ডিভাইসটিতে একটি প্রিমিয়াম মেটাল ফিনিশও দেওয়া হয়েছে।

Redmi A2

রেডমির এই বাজেট ফোনটি এখন আপনি কিনতে পারবেন ৫,২৯৯ টাকায়। আর এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৬ প্রসেসর। এছাড়াও, আছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি, ডিভাইসটিতে ৬.৪৯ ইঞ্চির ডিসপ্লেও দেওয়া হয়েছে।

Tags:    

Similar News