পুরো 18000 টাকা সস্তা 200 মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোন, Amazon প্রকাশ করল পুজো স্পেশাল দাম
আপনি যদি পুজোর আগে উন্নত মানের ক্যামেরাসহ একটি ভালো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান। কারণ আগামী ৮ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে Amazon Great Indian Festival Sale। আর এই সেলেই আপনি পেতে পারেন আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন ক্যামেরা ফোন। তবে আমরা আপনাকে আজ সম্প্রতি লঞ্চ হওয়া Honor 90 5G স্মার্টফোনটির সম্পর্কে জানাবো। কারণ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা বিশিষ্ট এই স্মার্টফোনটি আপনি এই সেলে পেয়ে যাবেন অনেক সস্তায়। চলুন Honor 90 5G ফোনটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
প্রায় তিন বছর পর Honor তাদের নতুন স্মার্টফোন Honor 90 5G নিয়ে ভারতে ফিরে এসেছে। এই ফোনটি এখন ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আর এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। এটি ডায়মন্ড সিলভার, এমারেল্ড গ্রীন এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।
Honor 90 5G স্মার্টফোনে Amazon কি কি অফার দিচ্ছে
সেল শুরুর আগেই ই-কমার্স সাইটটি এই ডিভাইসটিতে দেওয়া ডিল সম্পর্কে জানিয়েছে। ফোনটির এমআরপি ৪৭,৯৯৯ টাকা হলেও, এর বেস ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৩৩,৯৯৯ টাকায়। এছাড়াও, ৪০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের পর এটি আপনি ২৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
Honor 90 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার
অনর ৮০ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটি ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এতে পারফরম্যান্সের জন্য কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর উপস্থিত। অ্যান্ড্রয়েড ১৩ ওএস বেসড এই ফোনটি ম্যাজিক ওয়েস ৭.১ কাস্টম স্কিনের রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৫০০০ এমএএইচ ব্যাটারিও দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আর ফটোগ্রাফির জন্য অনর ৯০ ৫জি ডিভাইসে আছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ৪কে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই হ্যান্ডসেটে আবার চোখের সুরক্ষার জন্য ৫ ফোল্ড আই প্রোটেকশন ফিচারও উপস্থিত। আবার এতে এআই ভ্লগ মাস্টার এবং অন জোন কুলিং ড্রাইভ সিস্টেমের মত ফিচারগুলিও সাপোর্ট করে।