দাম 10 হাজার টাকার কম, রয়েছে 6000mAh ব্যাটারি, দেখে নিন সেরা Smartphone এর তালিকা

Update: 2023-04-23 15:50 GMT

Phones under 10000: এখনকার সময়ে স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষই সেটির ব্যাটারি ক্যাপাসিটির ওপর বেশি গুরুত্ব দেন। কারণ কম-বেশি সবারই রোজদিনের অনেকটা সময়ের সঙ্গী এই মুঠোফোন – সেক্ষেত্রে যদি বারবার এটিকে চার্জে বসাতে হয়, তাহলে মোবাইল আর ল্যান্ডলাইনের বেশি পার্থক্য থাকেনা। এমতাবস্থায় আপনি যদি কম দামে ভালো ব্যাটারির একটি হ্যান্ডসেট কিনতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন আপনার কাজে আসবে। আসলে আজ আমরা ১০,০০০ টাকার কম বাজেটে উপলব্ধ কয়েকটি সেরা ফোনের কথা বলব, যেগুলিতে ৬,০০০ এমএএইচ (বা তারও বেশি) ব্যাটারির সুবিধা রয়েছে। এছাড়া এইসব বাজেট ফোনে দেখা যাবে ভালো প্রসেসর এবং ক্যামেরা সেটআপও।

এক চার্জে চলবে ঘণ্টার পর ঘণ্টা, ১০,০০০ টাকার কম খরচে কিনুন এই ৩টি ফোন

১. Tecno Pova 2: এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে ৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

ফিচার বলতে এটি ৪৮০ নিট ব্রাইটনেস যুক্ত ৬.৯ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৭,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

২. Realme C25: ফোনটির দাম পড়বে ৯,৮০০ টাকা। এটিও অ্যামাজন থেকে মিলবে।

এতে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. Infinix Hot 10S: এই হ্যান্ডসেটটির জন্য ৯,৯৯৯ টাকা খরচ করতে হবে, এটি ফ্লিপকার্টে উপলব্ধ।

এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ৬,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল। এতে ডেডিকেটেড মেমরি কার্ড স্লটও দেখা যাবে।

Tags:    

Similar News