5G কানেকশনের সাথে বিশাল ব্যাটারি, আছে 50MP ক্যামেরাও: 10000 টাকায় সেরা এইসব ফোন

Update: 2024-04-15 03:17 GMT

5G Smartphones Under 10000: আপনার কি হালফিলে 5G ফোন কেনার প্ল্যান আছে? তাও আবার 10 হাজার টাকা বাজেটের মধ্যে? তাহলে এই রোদে-গরমে দোকানে দোকানে না ঘুরে কাজে লাগান Flipkart ও Amazon-এর কিছু অফার। না, বর্তমানে এই ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে তেমন কোনো সেল চলছেনা, তবে এখানে আপনি MRP থেকে অনেকটা ছাড়ে Samsung, Redmi থেকে শুরু Nokia, Lava-র মতো ব্র্যান্ডের ভালো ফোন কিনতে পারবেন – এতে 10 হাজার টাকার কম খরচেই আপনার কাজ হয়ে যাবে।

এক্ষেত্রে আমাদের এই প্রতিবেদনে রইল এমনই কয়েকটি ফোনের হদিশ, যেগুলিতে আপনি বিশাল ব্যাটারি ব্যাকআপ, উন্নত মানের ডিসপ্লে এবং 50MP ক্যামেরার মতো কাজের ফিচার পেয়ে যাবেন।

বাজেট 10000 টাকা হলে কিনতে পারেন এই 5G ফোনগুলি

১. Poco M6 5G: এটি ফ্লিপকার্টে উপলব্ধ সবচেয়ে সস্তা 5জি ফোন, যার 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 8,599 টাকা।

এই ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.74 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ডাইমেনসিটি 6100+ প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে।

২. Lava Blaze 5G: অ্যামাজনে এই ফোনের 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 8,999 টাকা।

এতে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল এআই (AI) প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৩. Samsung Galaxy F14 5G: এই ফোনটির 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্ট থেকে 9,490 টাকা দিয়ে কেনা যাবে।

এতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, এক্সিনস 1330 প্রসেসর, 6,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

৪. itel P55 5G: ফ্লিপকার্ট অনুযায়ী এর 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দাম এখন 9,493 টাকা।

এই ফোনে 90 হার্টজ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি ও 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্সযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।

৫. Lava Blaze 2 5G: অ্যামাজনে এটির 4 জিবি ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা।

প্রিমিয়াম ডিজাইনওয়ালা এই ফোনটি 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সার্কুলার রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করবে।

৬. Nokia G42 5G: এর 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় 9,999 টাকায় মিলবে।

এই ফোনটি 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.56 ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 480+ প্রসেসর, 20 ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

৭. Poco M6 Pro 5G: এর দামও আগের ফোনটির অনুরূপ।

এই ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.79 ইঞ্চি ফুলএইচডি+ অ্যাডাপ্টিভ-সিঙ্ক্ এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন জেন 2 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম বর্তমান।

Tags:    

Similar News