iPhone 14 থেকে Redmi 11 Prime 5G, এই ৯টি স্মার্টফোন চলতি সপ্তাহে লঞ্চ হচ্ছে

By :  SUPARNA
Update: 2022-09-05 09:03 GMT

Smartphones To Launch in This Week : প্রত্যেক বছরের ন্যায় এই বছরের সেপ্টেম্বর মাসটিও টেক ব্র্যান্ডগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই মাসের প্রারম্ভেই অর্থাৎ চলতি সপ্তাহেই একগুচ্ছ নয়া স্মার্টফোন লঞ্চের মুখ দেখতে চলেছে। এক্ষেত্রে স্বনামধন্য ৪টি স্মার্টফোন নির্মাতা সংস্থা মোট ৯টি ডিভাইস ভারত সহ বিশ্ববাজারে ঘোষণা করবে। যার মধ্যে আমেরিকা ভিত্তিক টেক জায়ান্ট Apple একক ভাবে ৪টি হ্যান্ডসেট লঞ্চ করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। আর বাদবাকি তিনটি চীনা সংস্থা অর্থাৎ Redmi মোট ৩টি 4G ও 5G কানেক্টিভিটির স্মার্টফোন, আর Realme এবং Poco স্বতন্ত্র ভাবে ১টি করে মোবাইল আনছে।

চলতি সপ্তাহে লঞ্চ হচ্ছে এই ৯টি স্মার্টফোন (These 9 smartphones launching this week)

Poco M5 : আজ পোকো তাদের এই লেটেস্ট স্মার্টফোনকে ভারতে লঞ্চ করতে চলেছে। ফিচার সম্পর্কে বললে, আসন্ন পোকো এম৫ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল থাকবে। এটি ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর সহ আসবে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি রম পাওয়া যাবে। আর এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকতে পারে।

Redmi 11 Prime 5G : আগামীকাল অর্থাৎ ৬ই সেপ্টেম্বর রেডমি ভারতে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১১ প্রাইম ৫জি -কে লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এছাড়া উক্ত ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Redmi 11 Prime 4G : রেডমি ১১ প্রাইম স্মার্টফোনের ৪জি ভ্যারিয়েন্টকেও আগামীকালই ভারতে ঘোষণা করা হবে। ফিচার হিসাবে এই ফোনে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এছাড়া, এটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে এবং পাওয়ার ব্যাকআপের ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে।

Redmi A1 : উপরিউক্ত দুটি মডেল ছাড়াও, সংস্থাটি আগামীকাল অর্থাৎ ৬ই সেপ্টেম্বর রেডমি এ১ নামের আরেকটি নতুন ফোন ভারতীয় গ্রাহক-বেসের জন্য উন্মোচন করতে চলেছে। এই ফোনে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। এছাড়া জানা যাচ্ছে, উক্ত হ্যান্ডসেট - লেদার টেক্সচার ডিজাইন সহ ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টে বাজারজাত হবে।

Realme C33 : রেডমি সংস্থার পাশাপাশি রিয়েলমি -ও ৬ই সেপ্টেম্বর ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন রিয়েলমি সি৩৩ -কে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। আলোচ্য ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ৫,০০০ এমএএইচ ক্যাপিসিটির ব্যাটারি দেওয়া হবে, যা একক চার্জে ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করেছে রিয়েলমি। ফোনটি - ব্লু, ব্ল্যাক এবং গোল্ডেন কালার অপশনে আসবে।

iPhone 14 Series : টেক জায়ান্ট Apple বিকশিত 'নেক্সট জেনারেশন' iPhone 14 সিরিজের আগমনকে ঘিরে যথেষ্ট উৎসুক ও উৎসাহিত প্রত্যেকটি টেক-প্রেমী। এক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে যে, আগামী ৭ই সেপ্টেম্বর হয়তো 'Far Out' নামের একটি লঞ্চ ইভেন্টে অ্যাপল তাদের ১৪তম প্রজন্মের আইফোন লাইনআপকে লঞ্চ করবে৷ ভারতীয় সময় অনুসারে এই ইভেন্ট রাত ১০.৩০টায় শুরু হবে। তদুপরি, আসন্ন এই সিরিজের অধীনে - iPhone 14, iPhone 14 Max / Plus iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max নামের মোট চারটি মডেল আত্মপ্রকাশ করবে। প্রসঙ্গত, আলোচ্য ইভেন্টে Apple Watch Pro, Apple Watch 8 Pro এবং একটি নতুন iPad -কেও অফিসিয়াল করা হতে পারে।

Tags:    

Similar News