Vivo Monsoon Sale: ৭০০০ টাকা ছাড়ে Vivo V27 থেকে Vivo T2 5G স্মার্টফোন, দেখে নিন অফারের লিস্ট

By :  SUPARNA
Update: 2023-07-14 15:08 GMT

Vivo সম্প্রতি ভারতে Monsoon Sale -এর ঘোষণা করেছে। এই সেল আগামী ৩১শে জুলাই পর্যন্ত চলবে। যেখানে Vivo ব্র্যান্ডিংয়ের- V, T এবং X সিরিজের একাধিক 'বেস্ট সেলিং' তথা জনপ্রিয় স্মার্টফোন মডেলকে অতিশয় সাশ্রয়ী মূল্যের সাথে পাওয়া যাবে। আবার ডিসকাউন্টের পাশাপাশি আপনারা ব্যাঙ্ক অফারের ফায়দাও তুলতে পারবেন। চলুন Vivo Monsoon Sale -এ অফার এবং ডিসকাউন্ট সহ কোন কোন হ্যান্ডসেটকে বিক্রি করা হচ্ছে সেই তালিকাটি দেখে নেওয়া যাক।

Vivo Monsoon Sale এর ব্যাঙ্ক পার্টনার

ভিভো তাদের মনসুন সেলকে ICICI এবং HDFC ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে নিয়ে এসেছে। আলোচ্য দুটি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতাদের ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ৭,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হবে। এছাড়া সাথে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। নিচে ভিভো মনসুন সেলে প্রত্যেকটি স্মার্টফোন মডেলের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে, তা বিস্তারিত জানানো হল।

Vivo Monsoon Sale-এ স্মার্টফোনের উপর অফার

Vivo V27 (8GB + 128GB Noble Black)

ভিভো ভি২৭ স্মার্টফোনের আসল দাম ৩৬,৯৯৯ টাকা। কিন্তু Vivo Monsoon Sale চলাকালীন এটিকে ফ্লাট ১০% ডিসকাউন্ট সহ মাত্র ৩৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া একে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাস বিকল্পের অধীনেও খরিদ করা যাবে। সাথে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Vivo T2x 5G (4GB + 128GB Marine Blue)

ভিভো টি২এক্স ৪জি স্মার্টফোনকে আগামী ৩১শে জুলাই পর্যন্ত ১৭,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১২,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এক্ষেত্রে ডিসকাউন্টের পরিমান থাকছে ১০% বা ৪,০০০ টাকা। অন্যান্য অফারের কথা বললে, আলোচ্য মডেলটিকে নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনে কেনা যাবে। একই সাথে, পুরোনো মোবাইল আপগ্রেড করে এই ফোনটি কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও উপলব্ধ থাকছে।

Vivo T2 5G (6GB + 128GB Nitro Blaze)

ভিভো টি২ ৫জি স্মার্টফোনকে চলমান মনসুন সেলে ফ্লাট ২০% বা ৫,০০০ টাকা ছাড়ের সাথে মাত্র ১৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে সেল শেষ হওয়ার পর আলোচ্য মডেলটির দাম পুনরায় বেড়ে ২৩,৯৯৯ টাকা হয়ে যাবে। টি-সিরিজের এই স্মার্টফোনকে আপনারা নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সাথে কিনতে পারবেন। একই সাথে, ICICI বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Vivo T1x (4GB +128GB space blue)

ভিভো টি১এক্স স্মার্টফোনকে ১৭,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু ভিভো মনসুন সেল লাইভ থাকাকালীন এটিকে ২৭% বা ৫,০০০ টাকা ডিসকাউন্টের সাথে মাত্র ১২,৯৯০ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। অফারের কথা বললে, এর সাথে অতিরিক্তভাবে আরো ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি, নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে।

Vivo V27 Pro (8GB + 128GB Magic Blue)

ভিভো ভি২৭ প্রো স্মার্টফোনকে এখন ৪১,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৩৭,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। অর্থাৎ ফোনটির সাথে ১১% বা ৪,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্টের পাশাপাশি, নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্রদান করা হবে। এছাড়া নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারও উপলব্ধ থাকছে।

Vivo X90 Pro (12GB + 256GB Legendary Black)

আপনারা যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান তবে ভিভো এক্স৯০ প্রো আদর্শ বিকল্প হতে পারে। ৯১,৯৯৯ টাকা দামের এই ফোনকে সারা মাস জুড়ে ৭% বা ৭,০০০ টাকা ছাড়ের সাথে ৮৪,৯৯৯ টাকায় বিক্রি করার ঘোষণা করেছে ভিভো। আবার নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ৭,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও অফার করা হবে।

Vivo X90 (8GB + 256GB Asteroid Black)

পরিশেষে, এক্স-সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের সাথেও আপনারা উল্লেখযোগ্য ছাড় ও অফার পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আলোচ্য মডেলের প্রকৃত বিক্রয় মূল্য ৬১,৯৯৯ টাকা হলেও, এটিকে এখন ২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ৫৯,৯৯৯ টাকা খরচে করে পকেটস্থ করা যাবে। এবার আসা যাক অন্যান্য অফারের প্রসঙ্গে। ভিভো এক্স৯০ স্মার্টফোনের সাথে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাস বিকল্প উপলব্ধ। এছাড়া ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতাদের ফ্লাট ৩,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেওয়া হবে।

প্রসঙ্গত, উপরি উল্লেখিত প্রত্যেকটি ভিভো স্মার্টফোন Vivo Monsoon সেল থেকে কিনলে ১৫ দিনের রিপ্লেসমেন্ট পলিসির সুবিধা পাওয়া যাবে।

Tags:    

Similar News