Vivo S10, S10 Pro ডুয়েল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, জানুন দাম ও স্পেসিফিকেশন
Vivo অবশেষে তাদের S9 সিরিজের সাক্সেসর হিসেবে Vivo S10 ও Vivo S10 Pro স্মার্টফোন দুটি অফিসিয়ালি লঞ্চ করল। পূর্বসূরীর সমস্ত গুণাবলি বজায় রেখেই উত্তরসূরীর আবির্ভাব ঘটেছে। Vivo S10 ও Vivo S10 Pro ফোন দুটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর-সহ নানা প্রিমিয়াম গ্রেড স্পেসিফিকেশনের সাথে এসেছে৷ আসুন এই ফোন দুটির নাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo S10 ও S10 Pro দাম
ভিভো এস১০ এর দাম শুরু হয়েছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,২৫৪ টাকা) থেকে। যা ডিভাইসটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম। পাশাপাশি, এটি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে, দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৫৫৯ টাকা)।
অপরদিকে ভিভো এস১০ প্রো ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে উপলব্ধ। দাম ৩,৩৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ৩৯,১৬৯ টাকার সমান।
ভিভোর হোম মার্কেটে ভিভো ১০ সিরিজের প্রি-অর্ডার ১৫ জুলাই থেকে শুরু হবে৷ ব্ল্যাক, হোয়াইট, লাইম, ও গ্রেডিযয়েন্ট রঙে স্মার্টফোন দু'টি উপলব্ধ। ভিভো ১০ সিরিজের গ্লোবাল লঞ্চ সর্ম্পকে এখনও কিছু জানা যায়নি।
Vivo S10 ও S10 Pro স্পেসিফিকেশন
ভিভো এস১০ ও ভিভো এস১০ প্রো-তে এইকরকম ডিজাইন এবং ৬.৪৪ ইঞ্চি ফুল-এইচডি+ ৯০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিভো এস১০ সিরিজের উভয় ভ্যারিয়েন্টে ৪৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা এবং বেজেলের উপরে ডুয়েল এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোন দু'টি মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর দ্বারা চালিত।
রিয়ার ক্যামেরা একমাত্র জায়গা যেখানে বেস ও প্রো ভ্যারিয়েন্টের মধ্যে প্রধান পার্থক্য নিরুপণ করা যায়। ভিভো এস১০-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। আর ভিভো এস১০ প্রো-তে ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।
এছাড়া ভিভো এস১০ ও ভিভো এস১০ প্রো ৩,৯৭০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে এসেছে। অ্যান্ড্রয়েড ১১ এবং অরিজিনওএস কাস্টম রমে ফোন দু'টি রান করবে।