Vivo S10e ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল

Update: 2021-10-18 15:17 GMT

Vivo একপ্রকার চুপিচুপি তাদের ঘরেলু মার্কেটে S10 সিরিজের নতুন ফোন Vivo S10e লঞ্চ করলো। এর আগে এই সিরিজের দুটি ফোন বাজারে এসেছিল - Vivo S10 ও Vivo S10 Pro। নতুন এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ও ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার Vivo S10e ফোনের সামনে ও পিছনে যথাক্রমে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo S10e দাম ও কালার

ভিভো এস১০ই ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,০০০ টাকা)। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৪০০ টাকা)। আগামী ২০ অক্টোবর থেকে ফোনটি প্রি-অর্ডার করা যাবে। ভিভো এস১০ই তিনটি কালারে এসেছে - ওয়াটার কালার, হেজ ও গ্লাস ব্ল্যাক। ভারত সহ অন্যান্য মার্কেটে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনো জানা যায়নি।

Vivo S10e স্পেসিফিকেশন, ফিচার

ভিভো এস১০ই ফোনে আছে ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর। ফোনটি ৮ জিবি LPDDR4X র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Vivo S10e ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিন ওএস কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল সিম, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News