দাঁড়িয়ে দেখার মতো জিনিস! চাইনিজ ভ্যালেন্টাইন্স ডে-র আগে Vivo-র দারুণ চমক
ভিভো (Vivo) গত মে মাসে তাদের S17 সিরিজের অধীনে Vivo S17 এবং S17t নামে দু'টি স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল। এর মধ্যে বেস মডেলটি এতদিন ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক কালার অপশনে উপলব্ধ ছিল। এবার, কোম্পানি Vivo S17-এর জন্য নতুন আকর্ষণীয় পার্পল কালার অপশনের ঘোষণা করেছে। চলুন এই নতুন কালার ভ্যারিয়েন্টটির দাম এবং উপলব্ধতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বাজারে এল Vivo S17-এর নতুন কালার অপশন
ভিভো এস১৭-এর নতুন কালার ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে "এনকাউন্টার পার্পল" (Encounter Purple)। এটি আসন্ন চীনা ভ্যালেন্টাইন'স ডে বা কিসি ফেস্টিভ্যাল (Qixi Festival) উপলক্ষ্যে উন্মোচন করা হয়েছে, যা এবছরের ২২ অগাস্ট অনুষ্ঠিত হবে। তবে, ভিভো এখনও এস১৭-এর নতুন বেগুনি রঙের সংস্করণটির উপলব্ধতা নিশ্চিত করেনি। তবে, এটি ফেস্টিভ্যালের দিনই কেনার জন্য উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে। ফোনটির দাম অন্যান্য ভ্যারিয়েন্টগুলির মতোই হবে।
Vivo S17-এর দাম
চীনের বাজারে ভিভো এস১৭ তিনটি কনফিগারেশনে পাওয়া যায়। এর মধ্যে বেস ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৮০০ টাকা)। আর মিড-টিয়ার ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,১০০ টাকা) এবং ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৪০০ টাকা)। নতুন চালু হওয়া এনকাউন্টার পার্পল সংস্করণ ছাড়াও, ভিভো এস১৭ ব্ল্যাক, মাউন্টেন সি গ্রিন (নীল) এবং সি অফ ফ্লাওয়ারস (গোলাপী) শেডগুলিতেও পাওয়া যাবে।
Vivo S17-এর স্পেসিফিকেশন
Vivo S17-এ ৬.৭৮ ইঞ্চির কার্ভড এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০ বিট কালার অফার করে৷ এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস চিপসেট দ্বারা চালিত, যা ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। Vivo S17 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩.১ (FunTouch OS 13.1) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, Vivo S17-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি রিং-এলইডি ফ্ল্যাশ বর্তমান। আর ফোনের সামনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জেএন১ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo S17-এ ৪,৫০৫ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, ফোনটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি-সি পোর্টের মতো বৈশিষ্ট্যগুলি অফার করে।