ডুয়েল সেলফি ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল Vivo V20 Pro 5G, বিনামূল্যে জেতার সুযোগ
কথা মত আজ ভারতে লঞ্চ হল Vivo V20 Pro। এই ফোনটি 5G কানেক্টিভিটির সাথে এসেছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনটি আপনি বিনামূল্যে জিততে পারেন। গত সেপ্টেম্বরে এই ফোনটিকে থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছিল। ভারতে ভিভো ভি২০ প্রো এর দাম শুরু হয়েছে ২৯,৯৯০ টাকা থেকে। এই ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। এছাড়াও Vivo V20 Pro এর অন্যান্য ফিচারের কথা বললে এতে পাবেন এমোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Vivo V20 Pro এর ভারতে দাম ও লভ্যতা
ভারতে ভিভো ভি২০ প্রো এর দাম রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা। এই দাম ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি সানসেট মেলোডি, মিডনাইট জাজ কালারে পাওয়া যাবে। আজ থেকে Vivo India eStore থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। এছাড়াও জনপ্রিয় ই-কমার্স সাইট ও অফলাইনে রিটেল স্টোরগুলি থেকে ফোনটি কেনা যাবে।
লঞ্চ অফার হিসাবে Vivo V20 Pro এর ওপর আকর্ষণীয় অফার আছে। ব্যাংক অফার হিসাবে ICICI ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবে। আবার Vi গ্রাহকরা এই ফোনের সাথে ৮১৯ টাকা রিচার্জ করলে ১২ মাসের অতিরিক্ত ওয়ারেন্টি পাবে। এই ফোনের সাথে V-shield প্রটেকশনও উপলব্ধ। আবার কোম্পানি ১২ মাসের নো কস্ট ইএমআই অফারও দিচ্ছে। পুরানো ফোন এক্সচেঞ্জ করেও আপনি এই ফোনের ওপর ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।
তবে ভিভো ভি২০ প্রো এর ওপর সবচেয়ে আকর্ষণীয় অফার হল ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার। এই অফারে ফোনটি কিনলে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ভারতের একজন লাকি ইউজারকে এই সুবিধা দেওয়া হবে। আবার প্রতিটি রাজ্যের একজন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবে। আগামীকাল লাকি ইউজারদের নাম ঘোষণা করা হবে।
Vivo V20 Pro এর স্পেসিফিকেশন
ভিভো ভি ২০ ফোনে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড ফানটাচ ওএস ১১ অপারেটিং সিস্টেম। ডুয়েল সিমের এই ফোনে পাবেন ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) এমোলেড ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯, স্ক্রিন টু বডি রেশিও ৯১.২ শতাংশ এবং রিফ্রেশ রেট ৬০ হার্জ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। সাথে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরার কথা বললে Vivo V20 Pro ফোনে আছে এলইডি ফ্ল্যাশ যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল অটো ফোকাস (এফ/১.৭৯)। অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা (এফ/২.২), যার ফিল্ড অফ ভিউ ১২০ ডিগ্ৰী এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। আবার ফোনটির সামনে ডুয়েল সেলফি ক্যামেরা উপলব্ধ। যেখানে এফ/২.০ অ্যাপারচার সহ ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও সেকেন্ডারি হিসাবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স আছে, যার ফিল্ড অফ ভিউ ১০৫ ডিগ্রী।
এই ফোনের পিছনের ক্যামেরায় পাবেন মোশন অটোফোকাস, আই অটোফোকাস, বডি / অবজেক্ট অটোফোকাস, সুপার নাইট মোড, সুপার ওয়াইড এঙ্গেল নাইট মোড, ট্রিপড নাইট মোড, আল্ট্রা স্টেবল ভিডিও, আর্ট পোর্ট্রেট ভিডিও, সুপার ম্যাক্রো, বোকেহ পোর্ট্রেট এর মত ফিচার। আবার সামনে দেওয়া হয়েছে সুপার নাইট সেলফি, সেলফি সফটলাইট ব্যান্ড, স্টেডিফেস সেলফি ভিডিও, স্লো-মো সেলফি ভিডিও, ডুয়াল-ভিউ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।
পাওয়ারের জন্য এই ফোনে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।