Vivo V25 Pro কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ও Dimensity 1300 প্রসেসর সহ ভারতে লঞ্চ হল, দাম জানুন
আজ অর্থাৎ ১৭ই আগস্ট Vivo V25 Pro পা রাখলো ভারতের বাজারে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট এবং সর্বোচ্চ ১২ জিবি র্যাম সহ এসেছে। উক্ত হ্যান্ডসেটটি 5G নেটওয়ার্ক সমর্থন করে এবং ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিন দ্বারা চালিত। এছাড়া এই V-সিরিজের মডেলে - একটি FHD+ AMOLED ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটি দুটি আকর্ষণীয় কালার বিকল্প এবং স্বতন্ত্র স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আত্মপ্রকাশ করেছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ডিভাইসে একটি কালার চেঞ্জিং রিয়ার গ্লাস প্যানেল দেখা যাবে। চলুন Vivo V25 Pro স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
ভিভো ভি২৫ প্রো -এর দাম ও লভ্যতা (Vivo V25 Pro price & availability in India)
ভারতে ভিভো ভি২৫ প্রো স্মার্টফোনকে ২টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস অপশনের দাম রাখা হয়েছে ৩৫,৯৯৯ টাকা। আর, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকার প্রাইজ ট্যাগের সাথে এসেছে। লভ্যতার কথা বললে, উক্ত স্মার্টফোনকে পিওর ব্ল্যাক এবং সেলিং ব্লু কালার বিকল্পে আগামী ২৫শে আগস্ট থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, ভিভো সংস্থার অনলাইন স্টোর এবং অন্যান্য রিটেল চ্যানেলের মাধ্যমে প্রথমবার কেনার জন্য উপলব্ধ করা হবে।
সেল অফার হিসাবে, যারা ভিভো ভি২৫ প্রো স্মার্টফোনের প্রি-বুকিং করছেন, তারা চেকআউটের সময় HDFC ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড বা ইএমআই ট্রানজ্যাকশনের মাধ্যমে পেমেন্ট করলে ফ্লাট ৩,৫০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া, অতিরিক্ত ভাবে আরো ৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করা হবে প্রত্যেক আগাম বুকিংকারীদের।
ভিভো ভি২৫ প্রো -এর স্পেসিফিকেশন (Vivo V25 Pro specifications)
ভিভো ভি২৫ প্রো হল একটি ডুয়েল-সিমের (ন্যানো) হ্যান্ডসেট, যা ৫জি নেটওয়ার্ক সমর্থন করে। এই স্মার্টফোনে একটি ৬.৫৬-ইঞ্চিটি ফুল এইচডি প্লাস (২,৩৭৬x১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে ফানটাচ ওএস ১২ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। আর ডিভাইসটিতে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ উপস্থিত।
ফটোগ্রাফির জন্য, Vivo V25 Pro স্মার্টফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আর ডিভাইসের সামনে আই অটোফোকাস এবং এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির জন্য ভিভোর এই নয়া ৫জি স্মার্টফোনে - ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই (২.৪GHz এবং ৫GHz), ব্লুটুথ ভি৫.২, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাবে আলোচ্য মডেলে সামিল রয়েছে - অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, প্রক্সিমিটি, ই-কম্পাস এবং জাইরোস্কোপ সেন্সর। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। Vivo V25 Pro -তে একটি ৪,৮৩০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৫৮.৯x৭৩.৫২x৮.৬২ মিমি এবং ওজন প্রায় ১৯০ গ্রাম।
ভিভো তাদের এই ভি-সিরিজের লেটেস্ট ফোনের রিটেল বক্সে - একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি ইউএসবি টাইপ-সি কেবল, একটি ইউএসবি টাইপ-সি থেকে ৩.৫ মিমি হেডফোন জ্যাক অ্যাডাপ্টার এবং একটি ফোন কেস অন্তর্ভুক্ত করেছে। পরিশেষে, ভিভো ভি২৫ প্রো ফোনের বিশেষত্বগুলির মধ্যে অন্যতম একটি হল - এটি একটি কালার চেঞ্জিং রিয়ার গ্লাস প্যানেলের সাথে এসেছে।