দুর্ধর্ষ 50MP সেলফি ক্যামেরা, সঙ্গে কার্ভড স্ক্রিন, লঞ্চের আগেই Vivo V29 Pro-র বিশেষ বৈশিষ্ট্য ফাঁস

Update: 2023-05-30 04:17 GMT

ভিভো (Vivo) বিশ্ববাজারে তাদের V-সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলগুলি উন্মোচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, Vivo V29 সিরিজটি ভারতীয় বাজারেও লঞ্চ হবে। সম্প্রতি, কোম্পানির তরফে Vivo V29 Pro-এর একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছে। আর এখন স্মার্টফোনটিকে ভিভোর ফিলিপাইন শাখার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাটি Vivo V27 Pro-এর উত্তরসূরি মডেলটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

সামনে এল Vivo V29 Pro-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন

ভিভো ফিলিপাইনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ভিভো ভি২৯ ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড ডিসপ্লে থাকবে। ব্র্যান্ডের দাবি যে, এই ডিসপ্লে ইউজারদের আরও উপভোগ্য ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করবে। স্মার্টফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, আর সেলফির জন্য এতে একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।

এছাড়া, ভিভো ভি২৯ প্রো-তে উল্লেখযোগ্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তাই এটি থেকে ইউজাররা দ্রুত এবং সুবিধাজনক চার্জিং টাইম আশা করতে পারেন। আবার, নয়া এই ভিভো ফোনটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ দ্বারা সজ্জিত হবে, যা একটি মসৃণ এবং বাধাহীন ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে।

আগেকার নানা রিপোর্ট অনুযায়ী, Vivo V29 Pro ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০০ সিরিজের ৫জি চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। প্রাইমারি রিয়ার ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করতে পারে। ডিভাইসটি একটি কালার-চেঞ্জিং রিয়ার প্যানেল এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে বলে জানা গেছে।

যদিও, ভিভো ফিলিপাইনের ওয়েবসাইটে লাইভ হওয়া তালিকায় আনুষ্ঠানিকভাবে Vivo V29 Pro-এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে আশা করা যায় যে ভিভো শীঘ্রই এটি লঞ্চ করবে। ডিভাইসটি জুন মাসে বাজারে পা রাখবে। আপাতত, ভিভো আগামী ৩১ মে চীনে Vivo S17 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

Tags:    

Similar News