Vivo V29e ভারতের বাজার কাঁপিয়ে লঞ্চ হল বাংলাদেশে, দুর্ধর্ষ সেলফির জন্য সামনে 50MP ক্যামেরা

Update: 2023-10-25 07:55 GMT

ভিভো তাদের V29 সিরিজের অধীনে সর্বপ্রথম Vivo V29e স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এদেশে প্রাথমিক লঞ্চের পর হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটেও পা রেখেছে। ফোনটি এখন থাইল্যান্ড এবং বাংলাদেশের বাজারে আত্মপ্রকাশ করেছে। তবে, এটা লক্ষণীয় যে Vivo V29e-এর এই আন্তর্জাতিক সংস্করণটি ভারতীয় মডেলের তুলনায় কিছু উল্লেখযোগ্য পার্থক্য নিয়ে এসেছে।

Vivo V29e-এর গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন এবং ফিচার

ডিজাইনের দিক থেকে, ভিভো ভি২৯ই-এর গ্লোবাল ভ্যারিয়েন্টটি ভারতীয় সংস্করণের থেকে কিছুটা ভিন্ন। এটি ফ্ল্যাট এজ ও ফ্ল্যাট ডিসপ্লে অফার করে এবং আইস ক্রিক ব্লু ও ফরেস্ট ব্লু কালার অপশনে এসেছে। অন্যদিকে, ভারতীয় মডেলটি কার্ভড ডিসপ্লে সহ স্লিম ডিজাইন প্রদর্শন করে এবং আর্টিস্টিক ব্লু ও আর্টিস্টিক রেড কালারে উপলব্ধ। ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার পরিমাপ ৬.৬৭ ইঞ্চির। যেখানে ভারতীয় মডেলটিতে কিছুটা বড় ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

পারফরম্যান্সের জন্য, ভিভো ভি২৯ই-এর গ্লোবাল সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে, যা ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo V29e-এর গ্লোবাল মডেলের রিয়ার প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের সহকারী লেন্স দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনটির সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে। Vivo V29e অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করে এবং এটি একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৫৪ (IP54) ধুলো এবং জল প্রতিরোধী রেটিংয়ের মতো বৈশিষ্ট্যগুলিও অফার করে।

Vivo V29e-এর মূল্য ও লভ্যতা

বাংলাদেশে, Vivo Y29e-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৬,৯৯৯ বাংলাদেশী টাকা (প্রায় ২৭,৮৩৫ টাকা)। ভিভো এখনও ডিভাইসটির থাইল্যান্ডের মূল্য প্রকাশ করেনি। প্রসঙ্গত, ভারতে Vivo Y29e-এর প্রারম্ভিক মূল্য ২৬,৯৯৯ টাকা।

Tags:    

Similar News