জল্পনা শেষ, 2 মে ভারতে লঞ্চ হচ্ছে সবচেয়ে পাতলা স্মার্টফোন Vivo V30e
Vivo সম্প্রতি ভারতের বাজারে তাদের V-সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন উন্মোচন করার কথা ঘোষণা করেছিল। আসন্ন মডেলটি হল Vivo V30e। হালফিলে এর লভ্যতা সম্পর্কিত তথ্য সামনে আসে। ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। আবার এখন সংস্থার তরফ থেকে আরেকটি টিজার ভিডিও রিলিজ করা হয়েছে। টিজারে এর ভারতে লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। জানা গেছে ডিভাইসটি আগামী 2রা মে এদেশে আত্মপ্রকাশ করবে।
শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo V30e স্মার্টফোন, সামনে এল ফিচার
ভিভো ভি-সিরিজের অধীনে ইতিমধ্যেই দুটি মডেল লঞ্চ করা হয়েছে। এগুলি হল - স্ট্যান্ডার্ড ভিভো ভি30 (Vivo V30) এবং ভিভো ভি30 প্রো (Vivo V30 Pro)। এই ভিভো ভি30ই (Vivo V30e) মডেলটি সিরিজের তৃতীয় হ্যান্ডসেট হিসাবে আগামী মাসের 2 তারিখ আত্মপ্রকাশ করবে।
ভিভো ইতিমধ্যেই তাদের এই লেটেস্ট স্মার্টফোনের ফিচার নিশ্চিত করেছে। যার থেকে জানা গেছে, ফোনটি পাঞ্চ-হোল নচ স্টাইলের (কেন্দ্রীভূত) 3ডি কার্ভড ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। এই ডিসপ্লের উপরিভাগে থাকা কাটআউটের মধ্যে অটো-ফোকাস সমর্থিত 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।
আবার ডিভাইসের পিছনে আউরা এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর বিদ্যমান থাকবে, যার প্রাইম ফোকাল লেন্থ হবে 50 মিমি। এই রিয়ার ক্যামেরা ইউনিটে প্রফেশনাল পোর্ট্রেট মোড, এইচডি পোর্ট্রেট অ্যালগরিদম এবং স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট সহ বেশ কয়েকটি ক্যামেরা ফিচার সাপোর্ট করবে।
সংস্থার তরফ থেকে আরো নিশ্চিত করা হয়েছে যে, আপকামিং Vivo V30e স্মার্টফোনে 5,500 এমএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। দাবি করা হচ্ছে, 5,500 এমএএইচ ব্যাটারির সাথে আসা হ্যান্ডসেটগুলির মধ্যে এটি সবথেকে পাতলা অর্থাৎ প্রায় 7.69 মিমি বডি-বিল্ড অফার করবে। এই ফোন - ভেলভেট রেড এবং সিল্ক ব্লু কালার বিকল্পের সাথে লঞ্চ হবে।
প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই Vivo V30e বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ -এর ডেটাবেসে উপস্থিত হয়েছিল। এই সাইটের লিস্টিং অনুসারে, V-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটের সাথে অ্যাড্রেনো 710 জিপিইউ এবং 8 জিবি র্যাম সংযুক্ত থাকবে।