নতুন বছরে পুরনো ফোন পাল্টানোর প্ল্যান? ক্রেতাদের মন জয়ে আসছে Vivo V40 Lite
ভিভো (Vivo) সম্প্রতি মালয়েশিয়ায় V30 Lite 5G লঞ্চ করেছে এবং জল্পনা চলছে যে এই লাইনআপে অন্তত আরও দুটি ফোন খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে। এগুলি হল স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro। যদিও কোম্পানি আনুষ্ঠানিকভাবে এই ফোনগুলির লঞ্চ সম্পর্কে কিছু নিশ্চিত করেনি, তবে অনুমান করা হচ্ছে যে এগুলি চীনে উপলব্ধ Vivo S18 এবং S18 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে গ্লোবাল মার্কেটে আসতে পারে। তবে তার আগেই জল্পনা বাড়িয়ে, Vivo V40 Lite 5G নামে পরবর্তী প্রজন্মের V-সিরিজে অন্তর্ভুক্ত একটি নতুন মডেল আইএমএআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে।
Vivo V40 Lite 5G-কে দেখা গেল IMEI ডেটাবেসে
জিএসএমচায়না-এর রিপোর্ট অনুযায়ী, V2337 মডেল নম্বর সহ ভিভো ভি৪০ লাইট ৫জি আইএমএআই ডেটাবেসে উপস্থিত হয়েছে৷ তবে, লিস্টিং থেকে ফোনটির মডেল নম্বর ছাড়া আর কোনও তথ্য জানা যায়নি। রিপোর্টে বলা হয়েছে যে, ফোনটি ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে। যেহেতু, ভিভো ভি৪০ লাইট ৫জি-এর স্পেসিফিকেশন সম্পর্কে সেভাবে এখনও কিছু জানা যায়নি, তাই ফোনটি কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পেতে আসুন সদ্য লঞ্চ হওয়া ভিভো ভি৩০ লাইট ৫জি-এর বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক।
Vivo V30 Lite 5G-এর স্পেসিফিকেশন
ভিভো ভি৩০ লাইট ৫জি-এর ৬.৬৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড ই৪ (AMOLED E4) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,১৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করে।
Vivo V30 Lite 5G-এর পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। পূর্বসূরির মতো, এই ফোনটিরও ক্যামেরা মডিউলে টেম্পারেচার কন্ট্রোল সহ অরা (Aura) রিং-এলইডি ফ্ল্যাশলাইট বিদ্যমান। আর ফোনের সামনে পাঞ্চ-হোল কাটআউটে সেলফি তোলার জন্য একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। Vivo V30 Lite 5G-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফোনটি জলের ছিটে প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং সহ এসেছে।