প্রসেসর ও ক্যামেরায় বড় চমক, মিড-রেঞ্জে ধামাকা করতে আসছে Vivo V40 সিরিজ

Update: 2024-05-17 08:15 GMT

ভিভো (Vivo) স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। কোম্পানিটি বিভিন্ন প্রাইজ রেঞ্জের ডিভাইস বাজারে লঞ্চ করে থাকে। বর্তমানে মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন উন্মোচনের জন্য প্রস্তুত হচ্ছে চীনা ব্র্যান্ডটি৷ এগুলি পরবর্তী প্রজন্মের Vivo V40 লাইনআপের অংশ হবে। V সিরিজটি বরাবরই তার চিত্তাকর্ষক ক্যামেরা ক্ষমতা এবং ফিচার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। এবছরের শুরুতে লেটেস্ট Vivo V30 সিরিজটি লঞ্চ হয়েছে। তাই অনেকেই আশা করেছিলেন যে, পরবর্তী স্মার্টফোনগুলি Vivo V31 বা Vivo V33 ব্র্যান্ডিংয়ের সাথে মার্কেটে আসবে। তবে দেখা যাচ্ছে যে ভিভো V40 নামে নতুন সিরিজটিকে লঞ্চ করার পরিকল্পনা করেছে। এই লাইনআপের ডিভাইসগুলি থেকে কি কি আশা করা যায়, আসুন দেখে নেওয়া যাক

Vivo V40 সিরিজ: ব্র্যান্ডের নতুন মিডরেঞ্জার লাইনআপ শীঘ্রই লঞ্চ হতে চলেছে

ভিভো ভি৪০ সিরিজের স্পেসিফিকেশনগুলি এখনও পর্যন্ত অজানা রয়েছে। তবে শোনা যাচ্ছে যে এই সিরিজে তিনটি স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে - ভিভো ভি৪০ প্রো, ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ই। আশা করা যায় যে এই তিনটি ফোনই খুব ভাল পারফর্ম করবে, কারণ ভিভোর এক কর্মকর্তা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভিভো ভি৪০ সিরিজটি সম্পূর্ণ ভিন্ন স্মার্টফোন লাইনআপ হবে বলে ইঙ্গিত দিয়েছেন। এটি আসলে ব্যাখ্যা করে যে কেন ভিভো তাদের আসন্ন স্মার্টফোন সিরিজের জন্য "ভি৪০" নামটি বেছে নিয়েছে।

Vivo V40 Pro একটি সার্টিফিকেশন ডেটাবেসে V2347 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এর পূর্বসূরি ভিভো ভি৩০ প্রো V2319 মডেল নম্বরটি বহন করে৷ যদিও ডিভাইসটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য উপলব্ধ নেই, তাই ভিভো এক্সিকিউটিভের দেওয়া বিবৃতির ভিত্তিতে Vivo V40 Pro এবং সিরিজের অন্য ডিভাইসগুলির জন্য উচ্চ প্রত্যাশা রাখা হচ্ছে। যেখানে ভিভোর ওয়াই সিরিজটি বাজেট রেঞ্জের ক্রেতাদের লক্ষ্য করে, সেখানে ভিভোর ভি সিরিজ মিড-রেঞ্জ মার্কেটকে টার্গেট করে। ভিভো ভি৪০ সিরিজটি অ্যান্ড্রয়েড মিড-রেঞ্জ মার্কেটে একটি সম্ভাব্য শক্তিশালী প্লেয়ার হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Vivo V40 ফোনের মডেল নম্বর হল V2348 এবং Vivo V40e হ্যান্ডসেটটি V2403 মডেল নম্বরটি বহন করে বলে জানা গেছে৷ বর্তমান প্রজন্মের Vivo V30-এর মডেল নম্বর V2318 এবং Vivo V30e ফোনটি V2339 মডেল নম্বরের সাথে যুক্ত।

ইতিমধ্যেই, আসন্ন Vivo V40 সিরিজকে ঘিরে ভিভো ফ্যানদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। আশা করা যায় আসন্ন ফোনগুলি শক্তিশালী চিপসেট, আকর্ষনীয় ক্যামেরা সেন্সর এবং অত্যাধুনিক ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ আসবে। যেহেতু V30 সিরিজটি এবছরের শুরুতে বাজারে এসেছে, তাই সম্ভবত Vivo V40 লাইন এবছরের শেষের দিকে বাজারে পা রাখতে পারে।

Tags:    

Similar News