Vivo X Fold ফোল্ডেবল ফোনের সংজ্ঞা বদলে দিতে লঞ্চ হল, পাবেন কাস্টম Snapdragon 8 Gen 1 SPU ও ZEISS ক্যামেরা
স্মার্টফোন সংস্থা ভিভো আজ (১১ এপ্রিল) একটি লঞ্চ কনফারেন্সের আয়োজন করে, যেখানে সংস্থাটি তাদের তিনটি নতুন বহু প্রতীক্ষিত ডিভাইসের ওপর থেকে পর্দা সরানো হয়েছে - Vivo X Note, Vivo Pad ও Vivo X Fold। আর এই মডেলগুলির মধ্যে অন্যতম হল Vivo X Fold। কেননা এই হ্যান্ডসেটটি কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার ওপর চার বছর ধরে কাজ করছিল সংস্থা। এই ফোল্ডেবল ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ১,০৭,২০০ টাকা থেকে। আবার এতে কাস্টম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ও ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন Vivo Fold X ফোল্ডেবল স্মার্টফোনটির দাম, ডিজাইন ও সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভিভো এক্স ফোল্ড-এর দাম ও লভ্যতা (Vivo X Fold Price and Availability)
ভিভো এক্স ফোল্ড ফোনটি দুটি স্টোরেজ কনফিগারেশনে চীনে উপলব্ধ। এই ডিভাইসের ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ ইউয়ান (প্রায় ১,০৭,২০০ টাকা)। আবার টপ-এন্ড ১২ জিবি র্যাম+ ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৯,১৫০ টাকা)। ভিভো এক্স ফোল্ড ব্লু, ব্ল্যাক এবং গ্রে - এই তিনটি ভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে নীল, কালো এবং ধূসর রঙের বৈকল্পিক।
এই ডিভাইসটির আগামী ২২ এপ্রিল থেকে চীনের প্রধান ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু হবে। আবার আজ থেকে ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
ভিভো এক্স ফোল্ড-এর ডিজাইন (Vivo X Fold Design)
ভিভো এক্স ফোল্ড ফোনে ইনওয়ার্ড ফোল্ডিং ডিজাইন রয়েছে। সহজ ভাষায় বললে, স্মার্টফোনটি ফোল্ড করা অবস্থায় থাকলে ডিভাইসের প্রাইমারি ডিসপ্লেটি দেখতে পাওয়া যায় না। যদিও, ব্যবহারকারীরা সেই এই মোডে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে অ্যাক্সেস করতে পারেন। এই ফোনের ব্যাক প্যানেলে একটি বড় আয়তক্ষেত্রাকার আইল্যান্ড রয়েছে, যেটির ভিতরে একটি বৃত্তাকার ক্যামেরা সেন্সর সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ দেখতে পাওয়া যায়। ডিভাইসের সামনের অংশে কার্ভড এজ সহ একটি পাঞ্চ হোল কাটআউট উপস্থিত। উল্লেখযোগ্যভাবে, ডিভাইসটিতে দুটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সাইডে একটি অ্যালার্ট স্লাইডারও বর্তমান।
ব্র্যান্ডটি তার প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেটের হিঞ্জ বা কব্জার ওপর বিশেষ জোর দিয়েছে, যা এরোস্পেস গ্রেড উইং ডিজাইনের সাথে এসেছে। রাইনল্যান্ড (Rheinland) ফোল্ডিং টেস্টে, ডিভাইসটির স্থায়িত্ব পরীক্ষা করার জন্য এটিকে সামগ্রিকভাবে ৩,০০,০০০ বার ভাঁজ করা হয়েছিল। এমনকি ব্যবহারকারী যদি ডিভাইসটিকে দিনে ৮০ বার ভাঁজ করে, তবুও ভাঁজ করার প্রক্রিয়াটি ১০ বছর ধরে কার্যকর থাকবে। যেহেতু এটি ব্র্যান্ডের প্রথম এই ধরনের মডেল, তাই খুব স্বাভাবিক ভাবেই ভিভো এর নির্মাণের মানের সাথে কোনও আপস করেনি।
ভিভো এক্স ফোল্ড-এর স্পেসিফিকেশন (Vivo X Fold Specifications)
Vivo X Fold-এ ইউটিজি সহ একটি বড় ৮.০৩ ইঞ্চির ই৫ এলটিপিও ৩.০ ওলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২কে রেজোলিউশন এবং ৪:৩.৫ অ্যাসপেক্ট রেশিও অফার করে। স্ক্রিনটি এইচডিআর১০+ সাপোর্ট করে এবং এটি ১১৩ শতাংশ ডিসিআই পি৩ কালার গ্যামটের সাথে এসেছে। অন্যদিকে, এই ফোনে ৬.৫৪ ইঞ্চির ই৫ ওলেড সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট, ১০০ শতাংশ ডিসিআই পি৩ কালার গ্যামট এবং ২১:৯ অ্যাসপেক্ট রেশিও রয়েছে। উল্লেখযোগ্যভাবে, প্রাইমারি এবং সেকেন্ডারি বা আউটার উভয় ডিসপ্লেতেই একটি করে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। উল্লেখযোগ্যভাবে, Vivo X Fold-এর ডিসপ্লেটি ডিসপ্লেমেট (DisplayMate) থেকে A+ রেটিং লাভ করেছে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি কাস্টম মেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসপিইউ (SPU) এবং গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ দ্বারা চালিত। সহজভাবে বললে, কাস্টম এসপিইউ মূলত চিপসেটের স্তরে স্মার্টফোনের সুরক্ষা এবং গোপনীয়তা বাড়াতে সক্ষম। এছাড়া, এই ফোল্ডেবল স্মার্টফোনে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Vivo X Fold-এর পিছনে একটি কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায়, যা Zeiss optics দ্বারা কো-টিউন করা। এই ক্যামেরা সেটআপের মধ্যে উপস্থিত রয়েছে এফ/১.৭৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স (৪৭ মিমি ফোকাল লেন্থ) এবং একটি ৫ মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফটো লেন্স যা ৫× পর্যন্ত অপটিক্যাল জুম এবং ৬০× পর্যন্ত ডিজিট্যাল জুম অফার করে। ফোনের, প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ডিসপ্লেরই পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর বর্তমান।
Vivo X Fold অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কোম্পানির কাস্টম স্কিনে রান করে। হ্যান্ডসেটটি একটি বড় ৪,৬০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, এই ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে মাত্র ৩৭ মিনিটের মধ্যে ডিভাইসটির ১০০ শতাংশ চার্জ সম্পূর্ন করা সম্ভব।