Vivo X60t ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
V2085A মডেল নম্বর সহ Vivo X60t নামের একটি হ্যান্ডসেটকে কয়েকদিন আগে চায়না টেলিকমের প্রোডাক্ট লাইব্রেরিতে (China Telecom) দেখা গিয়েছিল৷ তারপরেই স্পষ্ট হয়ে যায়, এই ফোনটি শীঘ্রই বাজারে আসবে। অনুমান সঠিক প্রমাণিত করে আজ বেশ নিঃশব্দেই ভিভো এক্স৬০টি চীনে লঞ্চ হল। এই ফোনের মুখ্য ফিচারের মধ্যে আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসর, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি ও পাঞ্চ হোল ডিসপ্লে। আসুন Vivo X60t এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই।
Vivo X60t এর দাম
ভিভো এক্স৬০টি এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩,৪৯৮ ইউয়ান (৩৯,০৮১ টাকা)। কেউ মূল্য ফোনটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের।
কয়েকদিন আগেই ভিভো ভারতে এক্স৬০ সিরিজের তিনটি ফোন লঞ্চ করেছে। সেক্ষেত্রে নতুন ফোনটিও ভারতে আসলেও আসতে পারে। যদিও Vivo X60t এর গ্লোবাল লঞ্চের ব্যাপারে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি।
Vivo X60t এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো এক্স৬০টি ফোনে ৬.৫৬ ইঞ্চি ফুলএইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) E3 AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৯.৮:৯ আসপেক্ট রেশিও, HDR10/HDR10+ সার্টিফিকেশন, ১০০% DCI-P3 কালার গামুট ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসছে। আবার মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ চিপসেট থাকার পাশাপাশি ফোনে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ভিভো এক্স৬০টি এর ডিসপ্লের পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে৷ যার প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে 2x টেলিফটো লেন্স সহ ১৩ মেগাপিক্সেল সেন্সর ও ১২০ ডিগ্রী আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ১৩ মেগাপিক্সেল সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X60t ফোনে ৪,৩০০ এমএএইচ ব্যাটারি থাকছে। এটি ৩৩ ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিন ওএস কাস্টম স্কিনে রান করবে। ডুয়েল সিমের এই ফোনে ৩.৫মিমি হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট নেই।