Amazon নাকি Flipkart? দুর্ধর্ষ ক্যামেরার Vivo X90 সিরিজ বিক্রির দায়িত্ব ভারতে কে পেল
চীনের পর ভিভো (Vivo) তাদের X90 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গত ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটে লঞ্চ করে। ব্র্যান্ডটি সম্প্রতি এই লাইনআপের ভারতীয় লঞ্চের তারিখটিও ঘোষণা করেছে৷ আগামী ২৬ এপ্রিল এই ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ ইভেন্টটি এদেশে অনুষ্ঠিত হতে চলেছে৷ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটের মতোই ভারতীয় বাজারেও রেগুলার Vivo X90 এবং X90 Pro এই দুটি মডেল আসবে। যদিও, গতবছর নভেম্বর মাসে চীনের মার্কেটে স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের পাশাপাশি টপ-এন্ড X90 Pro Plus মডেলটিও আত্মপ্রকাশ করে, যা শুধুমাত্র চীনেই বাজারেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করা যায়৷ এদেশে লঞ্চের আগে এখন, Vivo X90 সিরিজের একটি মাইক্রো-সাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে এবং এটি উল্লেখিত ই-কমার্স প্ল্যাটফর্মে এই সিরিজের মডেলগুলির উপলব্ধতা নিশ্চিত করেছে।
যদিও, মাইক্রো-সাইটে আসন্ন স্মার্টফোনগুলির নাম আলাদাভাবে প্রকাশ করা হয়নি, এটি শুধুমাত্র Vivo X90 সিরিজের উল্লেখ করেছে, যা ইঙ্গিত করে যে ভারতে এই লাইনআপের অধীনে একাধিক স্মার্টফোন লঞ্চ হবে। Vivo X90 ও X90 Pro-এর ভারতীয় মডেলগুলি তাদের চীনা এবং গ্লোবাল সংস্করণগুলির অনুরূপ স্পেসিফিকেশনের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। চলুন তাহলে এদেশে আসন্ন Vivo X90 সিরিজটি কি কি অফার করতে চলেছে, জেনে নেওয়া যায়।
Vivo X90 এবং X90 Pro-এর স্পেসিফিকেশন
চীন ও গ্লোবাল মার্কেটে উন্মোচিত ভিভো এক্স৯০ সিরিজের স্মার্টফোনগুলিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস সহ আকর্ষণীয় ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল থাকবে। এই ডিভাইসগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য ইম্মর্টালিস জি৭১৫ জিপিইউ-টি যুক্ত রয়েছে। এক্স৯০ সিরিজের স্মার্টফোনগুলি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করে। ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।
Vivo X90-তে এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৬৬ প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মিলিমিটারের ফোকাল লেংথ এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ অন্যদিকে, Vivo X90 Pro-এর ট্রিপল ক্যামেরা সেটআপটি ১-ইঞ্চি সেন্সর আকার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড- অ্যাঙ্গেল সনি আইএমএক্স৬৬৩ সেন্সর এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫৮ সেন্সর দ্বারা গঠিত৷ আর সেলফির জন্য, Vivo X90 এবং Vivo X90 Pro উভয় ফোনের সামনেই ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X90-তে ৪,৮১০ এমএএইচ ব্যাটারি এবং X90 প্রো-এ একটু বড় ৪,৮৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷ এই দুই ডিভাইসই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। তবে Vivo X90 Pro ৫০ ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্টও অফার করে। Vivo X90 সিরিজে উন্নত নিরাপত্তার জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং অডিওর জন্য একটি স্টেরিও স্পিকার সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে।