20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন, হাতে রাখলে সবাই তাকাবে, মিলছে 1,500 টাকা ডিসকাউন্ট

Update: 2024-02-28 05:59 GMT

ভিভো গত সপ্তাহ ভারতে তাদের Y-সিরিজের অধীনে Vivo Y200e 5G লঞ্চ করেছে। স্মার্টফোনটি এবার দেশে প্রথমবার কেনার জন্য উপলব্ধ হয়েছে। নতুন ফোনটিতে ১২০ হার্টজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, নমনীয় ইকোফাইবার লেদার ফিনিশ, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং, শক্তিশালী ব্যাটারি, এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সহ নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে। চলুন ভারতে Vivo Y200e 5G-এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo Y200e 5G-এর মূল্য এবং লভ্যতা

ভিভো ওয়াই২০০ই ৫জি এখন অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), ভিভো ইন্ডিয়া (Vivo India) ই-স্টোর এবং দেশজুড়ে কোম্পানির সমস্ত পার্টনার রিটেইল স্টোর থেকে কেনা যাবে। ভারতে স্মার্টফোনটি দুটি মেমরি অপশনে লঞ্চ হয়েছে। ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজর দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

লঞ্চ অফারের ক্ষেত্রে, ভিভো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট (IDFC First) ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda), ইয়েস ব্যাঙ্ক (Yes Bank), ইন্দাসিন্ড ব্যাঙ্ক (IndusInd Bank) এবং ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank)-এর ক্রেডিট এবং ডেবিট কার্ড ইউজারদের জন্য ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। এই অফারটি আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ।

Vivo Y200e 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y200e 5G ভারতে গত বছর অক্টোবর মাসে লঞ্চ হওয়া Y200 5G স্মার্টফোনের একটি সাশ্রয়ী মূল্যের ভ্যারিয়েন্ট হিসাবে বাজারে এসেছে। এটি স্যাফরন ডিলাইট এবং ব্ল্যাক ডায়মন্ড কালার অপশনে উপলব্ধ। স্যাফরন ডিলাইটে ভারতের প্রথম স্থিতিস্থাপক ইকোফাইবার লেদারের সাথে অ্যান্টি-স্যাটিন কোটিং রয়েছে। কোম্পানি দাবি করেছে যে, এই ডিজাইনটি স্থায়িত্ব এবং ইউজার এক্সপেরিয়েন্সের ওপর ফোকাস করে তৈরি।

Vivo Y200e 5G-এর সামনে পাঞ্চ হোল কাটআউট সহ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৪০০ × ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ পিক ব্রাইটনেস অফার করে। এতে Adreno 613 GPU সহ Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসরটি যুক্ত রয়েছে। Vivo Y200e 5G-এ ৬ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৮ জিবি এক্সপ্যান্ডেবল মেমরি এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ মিলবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ (FunTouchOS 14) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে: Vivo Y200e 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে এফ/২.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর, একটি ফ্লিকার সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। আর ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200e 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ (FlashCharge) ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, হাই-রেস (Hi-res) অডিও সহ স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে।

Tags:    

Similar News