বেঙ্গল মাদারবোর্ডের সঙ্গে নতুন স্মার্টফোন আনছে ভিভো, স্পেসিফিকেশন দেখে নিন

Update: 2023-05-01 08:40 GMT

Vivo Y-সিরিজের অধীনে নতুন মডেল হিসাবে হালে Vivo Y78+ চীনে লঞ্চ হয়েছে। স্মার্টফোনটিতে প্রিমিয়াম ডিজাইন, ওলেড (OLED) ডিসপ্লে এবং বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। বর্তমানে, কোম্পানিটি তাদের এই লাইনআপে একটি নতুন মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। যার নাম Vivo Y36 4G এবং এটি সাশ্রয়ী মূল্যের বিকল্প হিসাবে মে মাসে বাজারে লঞ্চ হতে পারে। যদিও, ফোনটির সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে তার আগেই এখন ডিভাইসটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এর কিছু মূল বিবরণ প্রকাশ করেছে।

মিড-রেঞ্জের Vivo Y36 হাজির হল Geekbench-এর প্ল্যাটফর্মে

V2247 মডেল নম্বর ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনটি গিকবেঞ্চ ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটিতে ব্যবহৃত প্রসেসরের মাদারবোর্ডটির কোডনেম "বেঙ্গল" (Bengal)। এই অক্টা-কোর চিপটিতে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর ও ১.৯ গিগাহার্টজে রান করা চারটি কোর রয়েছে এবং এটির সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ-টি যুক্ত রয়েছে। এই স্পেসিফিকেশনগুলি নির্দেশ করে যে, ওয়াই৩৬ ৪জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়া, গিকবেঞ্চে তালিকাভুক্ত ভিভো ওয়াই৩৬ ৪জি-এর ভ্যারিয়েন্টটিতে ৮ জিবি র‍্যাম রয়েছে। তবে আশা করা যায়, ব্র্যান্ডটি লঞ্চের সময় এর অতিরিক্ত স্টোরেজ অপশন বাজারে আনবে। ওয়াই৩৬ ৪জি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৪১০ এবং ১,৩৪৩ পয়েন্ট অর্জন করেছে। পরিশেষে তালিকাটি থেকে জানা গেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

উল্লেখ্য, গিকবেঞ্চ থেকে Vivo Y36 4G সম্পর্কে আর বিশেষ কিছু জানা না গেলেও, একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে স্মার্টফোনটি ভারতে ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে লঞ্চ করা হবে৷ এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে আসতে পারে। ফটোগ্রাফির জন্য, Y36 4G-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

Tags:    

Similar News