Vivo Y36: ভিভোর নতুন স্মার্টফোনে জমজমাট ফিচার্স, লঞ্চের আগে দামও লিক হয়ে গেল

Update: 2023-04-25 07:11 GMT

ভিভো সম্প্রতি তাদের Y-সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যের Vivo Y78+ স্মার্টফোনটি লঞ্চ করেছে। আবার শোনা যাচ্ছে বর্তমানে কোম্পানিটি ভারতীয় ক্রেতাদের জন্য Vivo Y36 4G নামে আরেকটি Y-সিরিজের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। একটি নতুন রিপোর্টে এখন দাবি করা হয়েছে যে, এই মিড-রেঞ্জ স্মার্টফোনটি আগামী মাসেই লঞ্চ হতে চলেছে। লঞ্চ টাইমলাইনের পাশাপাশি তাতে Y36 4G-এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, MediaTek Helio G99 চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। আসুন তাহলে আপকামিং Vivo Y36 4G সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y36 4G-এর সম্ভাব্য মূল্য এবং লঞ্চের টাইমলাইন

৯১মোবাইলস হিন্দির দাবি, আসন্ন ভিভো ওয়াই৩৬ ৪জি আগামী মাসে, অর্থাৎ মে-তে ভারতে আত্মপ্রকাশ করবে। তবে, লঞ্চের তারিখটি প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে যে ভিভো ওয়াই৩৬ ৪জি-এর দাম ভারতে ১৮,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে থাকবে। এই দামে ইতিমধ্যেই ভারতে একাধিক "ভ্যালু-ফর-মানি" হ্যান্ডসেট উপলব্ধ রয়েছে। তাই নতুন ভিভো ওয়াই৩৬ ৪জি কিভাবে বিদ্যমান ফোনগুলির মধ্যে নিজের জায়গা করে নেয়, সেটাই এখন দেখার।

Vivo Y36 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩৬ ৪জি-তে বড় ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, তবে এটি উচ্চ রিফ্রেশ রেট অফার করবে কিনা তা এখনও জানা যায়নি। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। তবে আকর্ষণীয় বিষয়টি হল, ফোনটিতে অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।

Vivo Y36 4G-এর রিয়ার প্যানেলে প্রাইমারি ক্যামেরা হিসাবে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে, তবে ফোনটির অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y36 4G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News