Vivo Y36 লঞ্চ হচ্ছে শীঘ্রই, সস্তায় 6GB র্যামের সঙ্গে থাকবে Dimensity 6020 প্রসেসর
ভিভো শীঘ্রই বিশ্ব বাজারে তাদের Y-সিরিজের পরবর্তী মডেল হিসাবে Vivo Y36s সস্তায় লঞ্চ করতে চলেছে৷ আবার এটি গত জানুয়ারিতে আত্মপ্রকাশ করা Vivo G2 এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। প্রমাণ হিসাবে Vivo Y36s এখন Vivo G-সিরিজের ফোনটির অনুরূপ মডেল নম্বরের সাথে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর প্ল্যাটফর্মে হাজির হয়েছে। কি কি তথ্য উঠে এল এই সার্টিফিকেশন লিস্টিং থেকে, আসুন দেখে নেওয়া যাক।
Vivo Y36s হাজির Google Play Console ডেটাবেসে
গুগল প্লে কনসোলে ভিভো ওয়াই৩৬এস ফোনটি ভিভো জি এর মতো একই মডেল নম্বর, PD2318 এর সাথে তালিকাভুক্ত হয়েছে। উভয় ডিভাইসেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৬ জিবি র্যাম, ৭২০×১,৬১২ ডিসপ্লে রেজোলিউশন এবং অ্যান্ড্রয়েড ১৩ সহ অভিন্ন স্পেসিফিকেশন রয়েছে বলে লিস্টিং থেকে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে, ভিভো জি২ আবার নিজেই ভিভো ওয়াই৩৬আই নামের এক ফোনের রিব্র্যান্ডেড ভার্সন, যেটি গত বছর ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল।
অনুমান করা যায় যে, ভিভো ওয়াই৩৬এস মডেলের অন্যান্য স্পেসিফিকেশনগুলিও ভিভো জি২-এর মতো হবে। এটি বিবেচনা করে, এই হ্যান্ডসেটটি টিয়ারড্রপ নচ সহ ৬.৫৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে অফার করবে বলে আশা করা হচ্ছে, যার রেজোলিউশন এইচডি+ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে।
এছাড়া, Dimensity 6020 চিপসেট চালিত ফোনটি ৮ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত ২.২ স্টোরেজ বিকল্প সহ লঞ্চ হতে পারে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও দেখা যাবে। ডিভাইসটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসতে পারে।