Vivo Y70t উন্নত কুলিং সিস্টেম ও 5G সাপোর্টের সাথে লঞ্চ হল, দামও সাধ্যের মধ্যে
ঘরেলু মার্কেটে নয়া 5G মিড রেঞ্জ স্মার্টফোন নিয়ে হাজির হল Vivo। সংস্থার Y সিরিজের অধীনে আসা এই ডিভাইসটির নাম Vivo Y70t৷ চীনে স্মার্টফোনটি এখন ক্রয়ের জন্য উপলব্ধ। Vivo Y70t -এর হাইলাইটগুলি হল - FHD+ রেজোলিউশনের বড় ডিসপ্লে, Exynos 880 প্রসেসর, 48 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, এবং উন্নত কুলিং সিস্টেম। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo Y70t : দাম ও লভ্যতা
Vivo Y70t তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে - 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ। বেস ভ্যারিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 19,382 টাকা) থেকে শুরু হচ্ছে। চীনে ফোনটি সাদা, কালো, ও নীল রঙে পাওয়া যাবে। Vivo Y70t চীনের বাইরে লঞ্চ হবে কি না, তা এখনও জানা যায়নি।
Vivo Y70t : স্পেসিফিকেশন
Vivo Y70t স্মার্টফোনে রয়েছে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এটি FHD+ (1080×2340 পিক্সেল) রেজোলিউশন অফার করবে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের বামদিকে পাঞ্চ হোল কাটআউট আছে। ফোনটি Exynos 880 প্রসেসর দ্বারা পরিচালিত। সাথে রয়েছে 6 জিবি/8 জিবি র্যাম ও 8 জিবি/256 জিবি ইন্টারনাল স্টোরেজের বিকল্প।
ফটোগ্রাফির জন্য Vivo Y70t-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এই ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের কথা বললে, Vivo Y70t, Android 10 ভার্সনে চলবে। স্মার্টফোনটির বিশেষত্ব কুলিং সিস্টেমে লুকিয়ে। ফোনটি 90 মিমি লিকুইড কুলড হিট পাইপ এবং মাল্টি লেয়ার PGS গ্রাফাইট হিট সিঙ্ক সহ এসেছে যা 10,000 স্কোয়ার মিলিমিটারের হিট ডিসিপেশন এরিয়া অফার করবে।