Xiaomi 13 Lite সস্তায় প্রিমিয়াম ফিচার নিয়ে আসছে, Xiaomi 13 Pro-র সঙ্গে একই দিনে গ্লোবাল লঞ্চ
শাওমি (Xiaomi) গত ডিসেম্বরে চীনের বাজারে লঞ্চ করে তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজটি। এই লাইনআপের অধীনে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি আত্মপ্রকাশ করেছিল। কোম্পানিটি নিশ্চিত করেছে যে, তারা আগামী ২৬ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে গ্লোবাল মার্কেটের ক্রেতাদের জন্য Xiaomi 13 ফ্ল্যাগশিপ সিরিজটি উন্মোচন করবে। আর এখন একটি সূত্র মারফৎ জানা গেছে যে, বিশ্ববাজারে Xiaomi 13 সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলির পাশাপাশি নতুন Xiaomi 13 Lite ফোনটিও উন্মোচিত হবে। একইসাথে ফোনগুলির প্রেস রেন্ডারও প্রকাশ্যে এসেছে।
গ্লোবাল মার্কেটের জন্য Xiaomi 13 সিরিজে স্ট্যান্ডার্ড এবং Pro মডেলের পাশাপাশি যুক্ত হতে চলেছে Xiaomi 13 Lite-ও
টিপস্টার স্নুপিটেক টুইটারে প্রকাশ করেছেন যে, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো, এবং শাওমি ১৩ লাইট - এই তিনটি মডেলই ফেব্রুয়ারির শেষে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) সম্মেলনে আত্মপ্রকাশ করবে৷ জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলি ইতিমধ্যেই গতবছর ডিসেম্বর মাসে চীনে লঞ্চ হয়েছে৷ আর, নয়া শাওমি ১৩ লাইট মডেলটি চায়না-এক্সক্লুসিভ শাওমি সিভি ২-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। শাওমি একই দিনে ভারতের বাজারে শাওমি ১৩ প্রো উন্মোচন করবে বলে জানা গেছে। তবে স্ট্যান্ডার্ড মডেলটি এদেশে লঞ্চ করা হবে না। এছাড়া, কোম্পানি ভারতে লাইট মডেলটি লঞ্চ করার কোনও পরিকল্পনা করছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
Xiaomi 13 Lite-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
শাওমি ১৩ লাইট মডেলে কার্ভড এজ সহ ৬.৫৫ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩ লাইট ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে।
অন্যদিকে, Xiaomi 13 এবং 13 Pro উভয় মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত। দুটি ফোনেই একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। Xiaomi 13 সিরিজের স্ট্যান্ডার্ড এবং Pro মডেলে যথাক্রমে ৬.৩৬ ইঞ্চির ফুল-এইচডি+ এবং ৬.৭৩ ইঞ্চির কোয়াড-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
Xiaomi 13-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে Pro সংস্করণটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Xiaomi 13 সিরিজটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে।