Xiaomi 13 Pro টেক্কা দেবে সবাইকে, আসছে 2K রেজোলিউশনের Samsung E6 ডিসপ্লের সাথে

Update: 2022-08-31 17:19 GMT

গত বছর ডিসেম্বর মাসে শাওমি লঞ্চ করেছে তাদের Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপের অধীনে বাজারে পা রেখেছে তিনটি হ্যান্ডসেট, এগুলি হল-Xiaomi 12, 12X এবং 12 Pro। তার মধ্যে Pro মডেলটি ছিল সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস। আর বর্তমানে সংস্থা এর উত্তরসূরির ওপর কাজ শুরু করেছে বলে জানা গেছে, যা Xiaomi 13 Pro নামে আগামী বছরই বাজারে আসবে। যদিও আসন্ন শাওমি ফোনটি লঞ্চ হতে এখনও কয়েকমাস বাকি আছে, তবে এর সম্পর্কে এখনই অনলাইনে বিভিন্ন তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। যেমন এক সুপরিচিত টিপস্টার Xiaomi 13 Pro-এর ডিসপ্লের বিবরণগুলি ফাঁস করেছেন। চলুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল আপকামিং Xiaomi 13 Pro-এর ডিসপ্লে স্পেসিফিকেশন

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-তে শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট শাওমি ১৩ প্রো-এর ডিসপ্লের বিবরণ ফাঁস করেছেন। তার পোস্ট অনুসারে, স্মার্টফোনটি ২কে স্ক্রিন রেজোলিউশন এবং ১২০ হার্টস রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির স্যামসাং ই৬ সাবস্ট্রেট ফ্লেক্সিবল স্ক্রিন সহ আসবে।

যদিও, এর আগে একটি সূত্র মারফৎ জানা গিয়েছিল যে, শাওমি ১৩ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি ৬.৩৬ ইঞ্চির ২.৫ডি ফ্লেক্সিবল স্ক্রিন সহ আসবে, যার চারধারে ন্যূনতম বেজেল পরিলক্ষিত হবে এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে, শাওমি ১৩ প্রো মডেলটিতে একটি চার-মুখী ইনফানাইট মাইক্রো-কার্ভড ডিসপ্লে থাকবে।

এছাড়া, Xiaomi 13 Pro-এর ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের শীর্ষ-কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে বলে আশা করা হচ্ছে। বিওয়াইডি (BYD) দ্বারা নির্মিত সিরামিক বডি সহ ইঞ্জিনিয়ারিং মেশিনটিকে ইতিমধ্যে পরীক্ষাও করা হয়েছে। শোনা যাচ্ছে, এই নতুন ডিভাইসটি শাওমি দ্বারা ডেভেলপ করা ফাস্ট চার্জিং আইসি (IC) সহ আসবে এবং এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করতে পারে। উল্লেখ্য, Xiaomi 13 Pro কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এই চিপসেটটি আগামী নভেম্বর মাসেই বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News