আল্ট্রা ফিচার সহ গ্লোবাল মার্কেটে আসছে Xiaomi 13T Pro, মিললো গুরুত্বপূর্ণ ছাড়পত্র
শাওমি গত অক্টোবর মাসে Xiaomi 12T স্মার্টফোন সিরিজটি বাজারে লঞ্চ করেছিল। আর বর্তমানে কোম্পানিটি এই লাইনআপের উত্তরসূরি মডেলগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ সিরিজে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। 13T সিরিজের অস্তিত্ব সম্পর্কে প্রথম রিপোর্টটি এই সপ্তাহের শুরুতে প্রকাশিত হয়েছিল। আসন্ন দুই শাওমি ডিভাইস 23078PND5G এবং 23078PND5C মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়। এর মধ্যে প্রথম মডেলটি গ্লোবাল মার্কেটে Xiaomi 13T Pro নামে আসবে বলে মনে করা হচ্ছে, আর দ্বিতীয়টি চীনা বাজারে Redmi K60 Ultra নামে লঞ্চ হতে পারে। আজ 13T Pro মডেলটি ইইসি (ECC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আসুন দেখে নেওয়া যাক এই লিস্টিং থেকে ফোনটির সম্পর্কে কি কি তথ্য জানা গেল।
Xiaomi 13T Pro পেল ECC-এর অনুমোদন
ইউরেশিয়ান ইকোনমিক কমিশন (ECC)-এর সার্টিফিকেশনটি নির্দেশ করছে যে শাওমি ১৩টি প্রো শীঘ্রই ইউরোপীয় মার্কেটে পা রাখবে। তবে, ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য এই সার্টিফিকেশন সাইটে উল্লেখ করা হয়নি। এদিকে বলা হচ্ছে যে, রেডমি কে৬০ আল্ট্রা মডেলটি শাওমি ১৩টি প্রো-এর আগে আত্মপ্রকাশ করবে। শোনা যাচ্ছে, এবছরের তৃতীয় ত্রৈমাসিকে উল্লেখিত রেডমি ফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, ১৩টি প্রো সম্ভবত তার পূর্বসূরির মতোই বিশ্ব বাজারে আগামী অক্টোবর মাসে আত্মপ্রকাশ করবে।
জানিয়ে রাখি, গত বছরের শাওমি ১২টি প্রো এবং রেডমি কে৫০ আল্ট্রা ফোনগুলিতে প্রায় একইরকমের ডিজাইন এবং স্পেসিফিকেশন ছিল। কিন্তু রিয়ার ক্যামেরা সিস্টেমের ক্ষেত্রে এগুলিতে পার্থক্য দেখা যায়। সুতরাং, ১৩টি এবং কে৬০ আল্ট্রার মধ্যেও অনুরূপ কিছু বৈসাদৃশ্য থাকতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক লিক থেকে জানা গেছে যে, পরবর্তী প্রজন্মের Redmi K60 Ultra-এ ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল থাকবে, যা ১.৫কে (1.5K) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে। কে৬০ আল্ট্রার ব্যাটারির আকার সম্পর্কে কোনও তথ্য সামনে না আসলেও, এটি ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। এই স্পেসিফিকেশনগুলি Xiaomi 13T Pro-তেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।