Xiaomi 13T Pro-র ছবি লঞ্চের আগেই ফাঁস, ব্যাক প্যানেল হবে লেদারের

Update: 2023-08-20 10:41 GMT

শাওমির লেটেস্ট নম্বর সিরিজের অধীনে T-ব্র্যান্ডিং যুক্ত আসন্ন স্মার্টফোনগুলি খুব শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে। Xiaomi 13T এবং 13T Pro মডেল দুটি সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য ফাঁস হয়েছে, যা থেকে এগুলির ক্যামেরা সিস্টেমের সাথে সাথে সম্ভাব্য লঞ্চের তারিখ সম্পর্কেও ইঙ্গিত পাওয়া গেছে। আর এখন এক প্রকাশনা আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 13T Pro-এর কিছু রেন্ডার শেয়ার করেছেন, যা হ্যান্ডসেটটির বাহ্যিক রূপটি বিভিন্ন কোণ থেকে প্রদর্শন করেছে৷

ফাঁস হল Xiaomi 13T Pro- এর নতুন রেন্ডার

মাইস্মার্টপ্রাইস দ্বারা শেয়ার করা এক্সক্লুসিভ রেন্ডার শাওমি ১৩টি প্রো-কে ব্লু এবং ব্ল্যাক - এই দুই কালার অপশনে দেখিয়েছে, ব্লু মডেলটিতে আবার লেদারে ফিনিশ যুক্ত ব্যাক প্যানেল রয়েছে বলে মনে করা হচ্ছে। ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে লাইকা (Leica) ব্র্যান্ডিংটি এই নতুন রেন্ডারগুলিতে স্পষ্টভাবে দৃশ্যমান। শাওমি ১৩টি প্রো-এর নীচের অংশে থাকা স্পিকার গ্রিল এবং ইউএসবি-সি পোর্টটিও রেন্ডারগুলিতেও দেখানো হয়েছে।

এর আগে শোনা যাচ্ছিল যে, শাওমি ১৩টি প্রো শুধুমাত্র মিডো গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। তবে এই তথ্যটি যে ভুল, তা এই নতুন রেন্ডার থেকেই স্পষ্ট। বলা হচ্ছে, ১৩টি প্রো মডেলটি আসলে সদ্য চীনে লঞ্চ হওয়া রেডমি কে৬০ আল্ট্রা-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। ফলে এটি অনুরূপ হার্ডওয়্যার অফার করবে। তথ্যটি সঠিক হলে, ফোনটির বেশিরভাগ হার্ডওয়্যার স্পেসিফিকেশন ইতিমধ্যেই জানা। আসুন তাহলে শাওমি ১৩টি প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi 13T Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Xiaomi 13T Pro-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ফোনটিতে উন্নত পারফরম্যান্সের জন্য MediaTek Dimensity 9200+ চিপসেট ব্যবহৃত হবে। এই ডিভাইসটি সম্ভবত সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজের সাথে আসবে, তবে এর একটি এন্ট্রি-লেভেল ২৫৬ জিবি সংস্করণও পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়া, 13T Pro ১৬ জিবি পর্যন্ত র‍্যাম অফার করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 13T Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (Sony IMX707), একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর ফোনের সামনে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। শাওমি আগামী ১ সেপ্টেম্বর গ্লোবাল মার্কেটে Xiaomi 13T সিরিজ লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে৷

Tags:    

Similar News