ঝকঝকে ক্যামেরা, সুপার প্রসেসর, অক্টোবরেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে Xiaomi 13T Pro লঞ্চ
শাওমি (Xiaomi) চীনে একটি নতুন স্মার্টফোন প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Redmi K60 Ultra৷ তবে বিশ্ব বাজারে ফোনটি Xiaomi 13T Pro হিসাবে রিব্র্যান্ড করা হবে বলে শোনা যাচ্ছে। এটি অক্টোবর মাস নাগাদ লঞ্চ হবে বলে খবর। তবে তার আগেই এখন, স্মার্টফোনটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা সেদেশে লঞ্চের দিকে করছে।
Xiaomi 13T Pro পেল NBTC-এর অনুমোদন
থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশননের লিস্টিং অনুসারে, শাওমির নতুন ফোনটি 23078PND5G মডেল নম্বর বহন করে এবং আনুষ্ঠানিকভাবে শাওমি ১৩টি প্রো নামকরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, স্মার্টফোনের ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে এনবিটিসি আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে বেশ কিছু সূত্র মারফৎ ডিভাইসটি সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে।
Xiaomi 13T Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, শাওমি ১৩টি প্রো-তে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট ব্যবহার করা হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.৩৫ গিগাহার্টজ। কিন্তু দেখা যাচ্ছে, সিঙ্গেল-কোর টেস্টে ১,২৮৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৯২১ পয়েন্টের গিকবেঞ্চ (Geekbench) স্কোর সহ এই মিডিয়াটেক চিপসেটটি কোয়ালকমের লেটেস্ট চিপের থেকে পিছিয়ে রয়েছে।
এছাড়াও জানা গেছে যে, Xiaomi 13T Pro-এ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ওলেড স্ক্রিন থাকবে। ফোনটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। স্মার্টফোনটি ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং উন্নত ফটোগ্রাফির জন্য লাইকা (Leica) দ্বারা অপ্টিমাইজ করা ক্যামেরা সেটআপ অফার করবে বলে আশা করা হচ্ছে।