নন-ফ্ল্যাগশিপেও Leica ক্যামেরা! ফাঁস হয়ে গেল Xiaomi 13T Pro-র দাম ও ফিচার্স

Update: 2023-07-01 05:21 GMT

শাওমি বিশ্ব বাজারে শীঘ্রই তাদের ফ্ল্যাগশিপ নম্বর সিরিজের নতুন সংযোজন হিসাবে Xiaomi 13T সিরিজটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সম্ভবত এই লাইনআপে দুটি প্রিমিয়াম ফোন অন্তর্ভুক্ত থাকবে, এগুলি হল - 13T এবং 13T Pro৷ শাওমি এখনও এই সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ডিভাইসগুলি আগামী ১ সেপ্টেম্বর ইউরোপ এবং অন্যান্য বাজারে লঞ্চ হতে পারে। আর এখন কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই, একটি সূত্র মারফৎ 13T Pro মডেলটির দাম প্রকাশ্যে এসেছে। এক অ্যামাজন রিটেইলার ঘটনাক্রমে ডিভাইসটির মূল্য তালিকাভুক্ত করে উপলব্ধতা নিশ্চিত করেছে। এর পাশাপাশি, আসন্ন Xiaomi T-সিরিজের হ্যান্ডসেটটির কিছু বৈশিষ্ট্যও প্রকাশ হয়েছে। আসুন তাহলে এখনও পর্যন্ত Xiaomi 13T Pro সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi 13T Pro-এর দাম এবং স্পেসিফিকেশন

শাওমি ১৩টি প্রো যুক্তরাজ্যে একটি প্রিমিয়াম ফোন হিসাব স্ট্যান্ডার্ড ১৩টি-এর সাথে আত্মপ্রকাশ করতে চলেছে। ডিভাইসটি তার পূর্বসূরি ১২টি প্রো-এর চেয়ে বেশি ব্যয়বহুল হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, ১৩টি প্রো সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে। ফোনটি অ্যামজন ইউকেতে ৭৯৯ পাউন্ড (প্রায় ৮২,৯০০ টাকা) মূল্যে তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ, ১৩টি প্রো-এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম পূর্বসূরির চেয়ে ১০০ পাউন্ড (প্রায় ১০,৪৩০ টাকা) বেশি হবে। আশা করা যায়, ফোনটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণেও পাওয়া যাবে।

এছাড়াও, তালিকাটি জানা গেছে যে ফোনটি মিডো গ্রিন কালারে লঞ্চ হবে। উল্লেখযোগ্যভাবে, শাওমি ১৩টি প্রো-এর রিয়ার প্যানেলে লাইকা (Leica)-টিউনড ক্যামেরা সেটআপ দেখা যাবে। এটি সম্ভবত প্রথম নন-ফ্ল্যাগশিপ গ্রেড শাওমি স্মার্টফোন, যার মধ্পে লাইকা-টিউনড ক্যামেরা রয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র শাওমি ১২ সিরিজ এবং শাওমি ১৩ সিরিজেই লাইকা-টিউনড ক্যামেরা দেখা যায়। নয়া ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ক্রিস্টালরেস অ্যামোলেড (CrystalRes AMOLED) ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে।

এছাড়া, অ্যামাজনের লিস্টিংয়ে প্রসেসরের নাম নিশ্চিত করা না হলেও, Xiaomi 13T Pro-তে একটি "মেজর ৪ ন্যানোমিটার প্রসেসর" রয়েছে বলে জানা গেছে। আসন্ন লাইনআপে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেটটি ব্যবহৃত হতে পারে। সম্ভবত, 13T Pro স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে, আর 13T-এ ডাইমেনসিটি চিপটি থাকতে পারে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফটওয়্যারে রান করবে। Xiaomi 13T সিরিজটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে। তবে এটি ভারতে পাওয়া যাবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Tags:    

Similar News