অবশেষে বিশ্ববাজারে পা রাখছে Xiaomi 14, ক্যামেরা থেকে ব্যাটারি সবকিছুই ফাটাফাটি

Update: 2023-12-26 14:39 GMT

গত অক্টোবরে চীনে লঞ্চ হয় Xiaomi 14। এবার এই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে পা রাখতে চলেছে। এটি Xiaomi 13 এর উত্তরসূরী হিসেবে আসছে। এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল সংস্থাটি আন্তর্জাতিক বাজারে Xiaomi 14 Pro কে আনবে না। সেই মতো আজ Xiaomi 14 মডেলটির গ্লোবাল মার্কেটে লঞ্চের সময় জানা গেল।

Xiaomi 14 এই সময়ে আন্তর্জাতিক বাজারে লঞ্চ হচ্ছে

রিপোর্ট অনুযায়ী, শাওমি ১৪ বার্সোলোনায় অনুষ্ঠিত হতে চলা মোবাইল ইন্ডিয়া কংগ্রেস ২০২৪ ইভেন্টের একদিন আগে লঞ্চ হবে। জানিয়ে রাখি, সাধারণত এই ইভেন্ট ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়। আগামী বছর এই ইভেন্ট ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে, শাওমি ১৪ ফ্ল্যাগশিপ ফোনটি ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে।

উল্লেখ্য, গতবছরও শাওমি ১৩ এই ইভেন্টের একদিন আগে আন্তর্জাতিক বাজারে এসেছিল। ফলে শাওমি তাদের ফ্ল্যাগশিপ মডেল গ্লোবাল মার্কেটে আনার ক্ষেত্রে এই রীতি অনুসরণ করতে পারে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশনের কথা বললে, এতে ৩০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১.৫কে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও ডিসপ্লে উপস্থিত। এটি আইপি৬৮ রেটিং সহ এসেছে। আবার এই স্মার্টফোনে তিনটি ৫০ মেগাপিক্সেল লাইকা ক‌্যামেরা রয়েছে।

পারফরম্যান্সের জন্য Xiaomi 14 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার এই ফোনে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News