50+50+50+50MP ক্যামেরা সহ প্রচুর চমক, Xiaomi 14 Ultra নিয়ে আর কী শোনা যাচ্ছে

Update: 2023-12-14 08:32 GMT

গত নভেম্বরে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন ও ফিচার্সের সঙ্গে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro লঞ্চ হয়েছে। বর্তমানে সংস্থাটি Xiaomi 14 সিরিজের তৃতীয় তথা সবচেয়ে প্রিমিয়াম ফোন হিসেবে, Xiaomi 14 Ultra আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে বাজারে আনার পরিকল্পনা করছে। এখন ফোনটির ডিজাইন ডিটেইলস সহ কালার অপশনগুলি সম্পর্কে জানা গিয়েছে।

Xiaomi 14 Ultra-এর কালার অপশন এবং ডিজাইন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমি ১৪ আল্ট্রা বিভিন্ন কালার অপশনে লঞ্চ হবে, যার মধ্যে গ্লাস ব্যাক সহ ব্লু কালার এবং সিলিকন স্কিন সহ অরেঞ্জ ও ব্ল্যাক অপশন রয়েছে। তবে, এগুলি ফোনটির ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপের হতে পারে এবং তার সঙ্গে সাদা রঙও বাজারে আসবে।

ডিজাইন প্রসঙ্গে বললে, ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে শাওমি ১৪ আল্ট্রা-এর ডিসপ্লেতে আগের প্রজন্মের মতোই মাইক্রো-কার্ভড এজেস দেখা যাবে, যেখানে রিয়ার প্যানেলে একটি সুবিন্যস্ত বাল্জ ডিজাইন দেখা যাবে। উল্লেখযোগ্যভাবে, হ্যান্ডসেটের মেটালিক মিড ফ্রেমটি আর ব্যাটারি কভার পর্যন্ত প্রসারিত হবে না, যার ফলে এতে আরও সমন্বিত এবং সামগ্রিক নান্দনিকতা দেখা যাবে।

আরেক টেক ব্লগার দাবি করেছেন যে, Xiaomi 14 Ultra-এর সার্কুলার ক্যামেরা মডিউলে পূর্বসূরির মতো ‘স্ট্রেইট-আপ-ডাউন’ ওরিয়েন্টেশনের পরিবর্তে সামান্য কার্ভ থাকতে পারে। এগুলি যদি সত্য হয়, তাহলে ফোনটির সামগ্রিক ডিজাইন তার পূর্বসূরি তুলনায় খুব একটা পাল্টাবে না।

বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেছে যে, Xiaomi 14 Ultra এর ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চির LYT-900 ক্যামেরা থাকবে, যা এফ/১.৬ থেকে এফ/৪.০ পর্যন্ত ভ্যারিয়েবল অ্যাপারচার সাপোর্ট করবে। প্রধান ক্যামেরার সাথে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX8-সিরিজের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স যুক্ত থাকবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসতে পারে Xiaomi 14 Ultra এবং এটি দ্বিমুখী স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14 Ultra-এ ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,১৮০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার জন্য, এতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। Xiaomi 14 Ultra আগামী বছরের এপ্রিলে Xiaomi Pad 7 সিরিজের ফ্ল্যাগশিপ ট্যাবলেটের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News