Xiaomi 14 ও Xiaomi 14 Ultra ভারতে কত দামে বিক্রি হবে? বিশেষত্ব কি থাকবে দেখে নিন
Xiaomi সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ Xiaomi 14 -এর গ্লোবাল লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এই লাইনআপের Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra মডেল দুটি আগামী ২৫শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। যদিও ভারতে উক্ত সিরিজ কবে নাগাদ আত্মপ্রকাশ করবে সেই নিয়ে এখনো ধোঁয়াশা আছে। তবে জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব (Abhishek Yadav) সম্প্রতি X প্ল্যাটফর্মে দাবি করেছেন যে, Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra মডেল দুটি খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখতে চলেছে।
একই সাথে টিপস্টার আরো জানিয়েছেন যে, সিরিজের 'Ultra' মডেলটির ১ লক্ষ ইউনিট ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে মালিক সংস্থা Xioami যেহেতু এখনো এই বিষয়ে মুখে কুলুপ এঁটে আছে, সেহেতু খবরের সত্যতা সম্পর্কে এই মুহূর্তেই নিশ্চিত হওয়া যাচ্ছে না…
Xiaomi 14 ও Xiaomi 14 Ultra ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ভারত / বিশ্ব বাজারে আসন্ন শাওমি ১৪ সিরিজের যাবতীয় স্পেসিফিকেশন সম্ভবত চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ হবে। অর্থাৎ সিরিজের বেস ও টপ-এন্ড উভয় মডেলই কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর সহ আসবে, যার সাথে ১ টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজ এবং ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম সংযুক্ত থাকতে পারে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নয়া হাইপার ওএস প্রি-লোডেড থাকবে। স্মার্টফোনগুলি IP68 রেটিং প্রাপ্ত হওয়ায়, জল এবং ধুলো প্রতিরোধী হবে।
সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Xiaomi 14 -এ দেওয়া হবে ৬.৩৬-ইঞ্চির AMOLED ডিসপ্লে প্যানেল, যা ৩০০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান থাকবে, যার প্রাইমারি ক্যামেরাটি কাস্টমাইজড লাইকা সুমিলাক্স (Leica Summilux) লেন্স সহ 'লাইট হান্টার ৯০০' (Light Hunter 900) ৫০ মেগাপিক্সেল সেন্সর হতে পারে। এই প্রাইমারি লেন্সে নির্দিষ্ট অ্যাপারচার সাপোর্ট করবে। এছাড়া সহায়ক সেন্সর হিসাবে - ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার দেওয়া হবে হয়তো। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং, ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থিত ৪,৬১০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ হতে পারে।
অন্যদিকে জনপ্রিয় লিকস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) সম্প্রতি X প্ল্যাটফর্মে আসন্ন Xiaomi 14 Ultra মডেলের কী-ফিচার সম্পর্কিত তথ্য অনলাইনে ফাঁস করেছেন। রিপোর্ট অনুসারে, সিরিজের এই টপ-এন্ড ভ্যারিয়েন্টটি - ৫০ মেগাপিক্সেলের (সেন্সর সাইজ - ১ ইঞ্চি) প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর (সম্ভবত Sony LYT-900) + ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড শুটার + ৩.২এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর + ৫এক্স জুম যুক্ত ৫০ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। প্রত্যেকটি ক্যামেরা লাইকা অপটিক্স নির্মিত হবে। উক্ত ডিভাইসে সর্বাধিক ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৩-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস LTPO AMOLED ডিসপ্লে দেখা যাবে। এছাড়াও পাওয়া ব্যাকআপের জন্য এই উচ্চতর মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সেল দেওয়া হতে পারে।
দামের কথা বললে, স্ট্যান্ডার্ড Xiaomi 14 ফোনের দাম এদেশে প্রায় ৫০,০০০ টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Xiaomi 14 Ultra স্মার্টফোনের দাম ৮০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।