Xiaomi Fan Festival Sale: এখন 6000 টাকারও বেশি ছাড়ে মিলছে Redmi-র এই সেরা স্মার্টফোন
বিগত বছরগুলিতে Xiaomi-র ফোনগুলি ভারতের বাজারে কীরকম জনপ্রিয় হয়ে উঠেছে, সেকথা আমরা সকলেই জানি। আর গ্রাহকদের এই পছন্দ তথা চাহিদার সাথে পাল্লা দিতে সংস্থাটিও একের পর এক নতুন হ্যান্ডসেট লঞ্চ করে চলেছে। এমনিতে Xiaomi-র ফোনগুলি বেশ সস্তাই, তবে প্রায়ই এগুলিতে নানাবিধ অফার পাওয়া যায়, যার ফলে ক্রেতারা আরও খানিকটা সাশ্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি Xiaomi লাভার হন এবং এই মুহূর্তে ব্র্যান্ডের একটি ভালো ফিচারযুক্ত ফোন কম দামে পকেটস্থ করার কথা ভাবেন, তাহলে আজ আপনার জন্য রয়েছে একটি দারুণ অফার! আসলে এই মুহূর্তে Xiaomi Fan Festival নামক সেল লাইভ হয়েছে, আর এই সেলের দরুন Redmi Note 12 Pro 5G ফোনটি খুব সস্তায় উপলব্ধ হয়েছে। আগামী ২০শে এপ্রিল পর্যন্ত সংস্থার এই বিশেষ সেল লাইভ থাকবে, তাই আপনি চাইলে এই কয়েকদিনের মধ্যে এই ফোন খরিদ করতেই পারেন। আসুন, এখন Redmi Note 12 Pro 5G-তে ঠিক কী অফার মিলছে তা দেখে নিই…
Redmi Note 12 Pro 5G-র দাম, অফার
রেডমি নোট ১২ প্রো ৫জি-র ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩১,৯৯৯ টাকা। তবে সংস্থার বর্তমান 'শাওমি ফ্যান ফেস্টিভ্যাল' সেলে এই ফোনটি ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এখন স্মার্টফোনটি কিনলে আগ্রহীরা ৪,০০০ টাকার ডিসকাউন্ট পাবেন। এক্ষেত্রে কেউ যদি এই ৫জি ফিচারযুক্ত রেডমি ফোনটি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনেন, তাহলে তিনি অতিরিক্ত ২,০০০ টাকা বাঁচাতে পারবেন।
তবে এখানেই শেষ নয়, রেডমি নোট ১২ প্রো ৫জি কেনার সময় পুরোনো ফোন বদল করলে 'এমআই এক্সচেঞ্জ' (Mi Exchange)-এর দরুন অতিরিক্ত ১৬,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। মানে সব অফার কাজে লাগানো সম্ভব হলে ফোনটি কিনতে খরচ হবে মাত্র ৯,৪৯৯ টাকা যা কিনা একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোনের দাম।
Redmi Note 12 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
এই প্রসঙ্গে বলে রাখি, রেডমি নোট ১২ প্রো ৫জি-তে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ ও অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৮০০ প্রসেসর, যেখানে এটি ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ অফার করবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে মিলবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি; এতে করে ডিভাইসটি ৪৬ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।
শুধু তাই নয়, ফটোগ্রাফির জন্য এই রেডমি স্মার্টফোনটি বহন করবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ইউজাররা এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।