বিশাল সুবিধা পাবেন ক্রেতারা, প্রথমবার নিজেদের ফোনে এই ফিচার রাখছে Xiaomi

Update: 2024-01-12 08:43 GMT

শাওমি (Xiaomi) বর্তমানে Mix Fold 4 সহ দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার পরীক্ষা করছে বলে জানা গেছে। Xiaomi Mix Fold 4 হল একটি উল্লম্ব বা ভার্টিক্যাল ফোল্ডিং স্ক্রিন ফোন, যাতে ডুয়েল রিয়ার ক্যামেরা দেখা যাবে। অন্যদিকে, কোম্পানির একটি হরাইজন্টাল ফোল্ডিং ফোনের ওপরও কাজ করছে। এটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে বলে মনে করা হচ্ছে। ফোনগুলির স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi-এর পরবর্তী ফোল্ডিং ফোন স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করতে পারে

এক টেক ব্লগার শাওমির ফোল্ডেবল স্মার্টফোন লাইনআপের ওপর স্যাটেলাইট কমিউনিকেশন পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রকাশ করেছেন। এর সাথে কিছু ছবিও সামনে এসেছে, যা সেল্ফ-ডেভেলপ করা বলে দাবি করা হয়েছে৷ শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফ্লিপ ফোনটির ওপর কাজ করছে এবং পাশপাশি এর একটি কম দামী ভার্সন তৈরি করছে বলে জানা গেছে।

জানিয়ে রাখি, স্যাটেলাইট কমিউনিকেশন এমন একটি ফিচার, যা শাওমি স্মার্টফোনে ব্যবহার করা হবে বলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। গত বছর সেপ্টেম্বরে জানানো হয়েছিল যে, শাওমি ১৪ প্রো-এর একটি বিশেষ ভার্সনে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি থাকবে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। শাওমি ১৪ আল্ট্রা-তেও স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি যুক্ত হবে বলে শোনা যাচ্ছে।

জানিয়ে রাখি, Xiaomi Mix Fold 4-এ Snapdragon 8 Gen 3 চিপসেট ও পিছনে কোয়ড ক্যামেরা সেটআপ থাকবে বলে ইতিমধ্যেই জানা গেছে। নিঃসন্দেহে, স্যাটেলাইট কমিউনিকেশন ফাংশনালিটি অন্তর্ভুক্ত করলে Xiaomi Mix Fold 4 স্মার্টফোনটি আগের মডেলের তুলনায় আরও প্রিমিয়াম হয়ে উঠবে। এছাড়াও, ফোনটি লাইট ডিজাইন অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে, দাম বা অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য উপলব্ধ নেই।

Tags:    

Similar News