ভারতে সুপারহিট Redmi Note সিরিজ, বিক্রি ছাড়ালো ৭.২ কোটি, শীঘ্রই আসছে Xiaomi 13 Pro
ভারতে চীনা প্রযুক্তি সংস্থা Xiaomi-র জনপ্রিয়তার কথা কারোরই অজানা নয়। দীর্ঘদিন যাবৎ একাধিক চমকপ্রদ তথা আকর্ষণীয় হ্যান্ডসেট মার্কেটে লঞ্চ করে ভারতীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশি শেয়ার দখল করেছে কোম্পানিটি। এর পাশাপাশি সাশ্রয়ী মূল্যে প্রায়শই সংস্থাটি বিভিন্ন স্মার্টফোন মার্কেটে হাজির করে, যেগুলিতে মজুত থাকে একগুচ্ছ কার্যকর ফিচার। ফলে ইউজারদের পছন্দের তালিকার শীর্ষস্থানটিও বহু বছর ধরে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে Xiaomi। সম্প্রতি কোম্পানির সবচেয়ে সফল Redmi Note সিরিজটি ভারতে তার আট বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রাহকদের প্রচুর ভালোবাসা এবং চাহিদার জেরে দেশে এই সিরিজের ৭.২ কোটি স্মার্টফোন ইউনিট বিক্রি হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই বিপুল সংখ্যক স্মার্টফোন বিক্রি যে-কোনো সংস্থার কাছেই যে এক দুর্দান্ত সাফল্য, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
Redmi Note সিরিজটির সফলতা গড়লো এক দারুণ নজির
অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি শর্ট ভিডিও শেয়ার করে রেডমি ইন্ডিয়া (Redmi India) তার এই অসাধারণ কৃতিত্বের কথা জনসমক্ষে এনেছে এবং এর জন্য গ্রাহকদেরকে অশেষ ধন্যবাদও জানিয়েছে। উল্লেখ্য যে, প্রায় প্রতি বছরই শাওমির রেডমি নোট সিরিজের ডিভাইসগুলি ব্যাপকভাবে বিক্রি হয়। দেশের সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলির তালিকায় এটি ইতিমধ্যেই নিজের পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে প্রথম রেডমি নোট মডেল Xiaomi Redmi Note, ২০১৪ সালে লঞ্চ হয়েছিল। যদিও কোম্পানিটি ডিভাইসটির প্রোমোশনে খুব একটা খরচা করেনি, কিন্তু তা সত্ত্বেও নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারের সৌজন্যে লঞ্চের কিছু সময়ের মধ্যেই এটি ইউজারমহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল।
খুব শীঘ্রই Xiaomi 13 Pro লঞ্চ হবে ভারতে
অন্যদিকে, হালফিলে ভারতের বাজারে শাওমি ১৩ প্রো লঞ্চ করার ইঙ্গিতও দিয়েছে সংস্থাটি। ডিভাইসটি ৮ ডিসেম্বর চীনে লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ওয়েবসাইটে অন্তর্ভুক্তি ভারতে এটির আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। টিপস্টার মুকুল শর্মা এই ডিভাইসটির মডেল নম্বরটি শেয়ার করেছেন এবং সেইসাথে দাবি করেছেন যে, এটিকে BIS সার্টিফিকেশন ওয়েবসাইটেও তালিকাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই একই মডেল নম্বর চীনা TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছিল, এবং এই কারণেই ভারতে একই মডেল লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।
Xiaomi 13 Pro-এর সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
Xiaomi 13 Pro ফোনে কোয়ালকম (Qualcomm)-এর সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ (Snapdragon 8 Gen 2) প্রসেসর দেওয়া হবে বলে জানা গিয়েছে। টিপস্টারদের দাবি অনুযায়ী, এই ডিভাইসে থাকবে ৬.৭৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ১২০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারির দেখা মিলবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের Sony IMX989 সেন্সর, ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 টেলিফটো সেন্সর, এবং ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা মজুত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন টিপস্টাররা। Xiaomi 13 Pro-তে ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত হাই-স্পিড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।